ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

সাত পাকে বাঁধা পড়লেন বরুণ গান্ধী-যামিনী রায়

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩০ ঘণ্টা, মার্চ ৬, ২০১১
সাত পাকে বাঁধা পড়লেন বরুণ গান্ধী-যামিনী রায়

বারানসি: বারানসির গঙ্গা তীরের বাঙালি মেয়ে যামিনী রায় চৌধুরীর সঙ্গে রোববার সাত পাকে বাঁধা পড়লেন বরুণ গান্ধী। সিল্কের ধুতি, কোর্তা এবং কমলা রঙের পোশাক পরে কামাকোটির মন্দিরে গ্রাফিক ডিজাইনার যামিনীকে বিয়ে করলেন বরুণ।

তাদের বিয়ের তত্ত্বাবধানে ছিলেন কাঞ্চি শঙ্করাচার্য স্বামী জয়েন্দ্র সরস্বতী ।

বরুণ গান্ধী ভারতের উত্তরপ্রদেশ রাজ্যের পিলিভিত জেলায় বর্তমান বিরোধী দল বিজেপির থেকে নির্বাচিত সংসদ সদস্য।

পশ্চিমবঙ্গের শান্তিনিকেতন এবং দিল্লির সেন্ট স্টিফেনস কলেজের সাবেক ছাত্রী যামিনী রায় এ সময় গোলাপী রঙের শাড়ি পড়ে ছিলেন। শাড়িটি যামিনীর শাশুড়ি এবং উত্তর প্রদেশের আওনলার অঞ্চলের সংসদ সদস্য মানেকাকে ৪০ বছর আগে উপহার দিয়েছিলেন ইন্দিরা গান্ধী। বিজেপির সংসদ সদস্য বরুণ বর্তমানে গান্ধী পরিবারের সর্বকনিষ্ঠ।      

নির্বাচিত বেশ কয়েকজন অতিথিসহ কনের মা অরুণা বসুদেব এবং বরের মা মানেকার উপস্থিতিতে স্থানীয় সময় সাড়ে ৭টা থেকে ৯টার মধ্যে বিয়ে সম্পন্ন হয়। তবে সোনিয়া গান্ধীর পরিবারের কেউ বিয়েতে উপস্থিত ছিলেন না।

সনাতন-হিন্দু ধর্মের প্রথা অনুযায়ী বিয়ে হয়। বারানসির সাংবাদিকদের জয়েন্দ্র সরস্বতী বলেন, ‘বিয়ের আনুষ্ঠানিকতা সুন্দরভাবে সম্পন্ন হয়েছে। আমি এ জুটিকে আশীর্বাদ করেছি। ’

মানেকার মা আমতেশ্বর আনন্দের মৃত্যুর কারণে ৮ মার্চ নির্ধারিত বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠান বাতিল করা হয়েছে। এর আগে শনিবার সন্ধ্যায় কামাকোতি মন্দিরে বরুণের গায়ে হলুদের অনুষ্ঠান হয়।

বাংলাদেশ সময়: ১৪২৮ ঘণ্টা, মার্চ ০৬, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।