ঢাকা: ভারতের জাতীয় সংসদে (লোকসভা) কেন বিরোধী দলীয় নেতা থাকবেন না তা ব্যাখ্যা করতে সরকারের প্রতি রুল জারি করেছে দেশটির সুপ্রিম কোর্ট।
স্থানীয় সংবাদ মাধ্যমগুলো জানায়, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ, গণতান্ত্রিক প্রক্রিয়ায় বিরোধী দলীয় নেতার উপস্থিতি অত্যন্ত প্রয়োজনীয়।
সুপ্রিম কোর্টের মতে, সংসদে বিরোধী দলের কণ্ঠই হলেন বিরোধী দলীয় নেতা। তাই এই পদের গুরুত্ব কোনো মতেই অস্বীকার করা যায় না।
তাই আগামী চার সপ্তাহের মধ্যে বিজেপির নেতৃত্বাধীন সরকারকে এ ব্যাপারে ব্যাখ্যা দেওয়ার জন্য বলছে সুপ্রিম কোর্ট।
স্থানীয় সংবাদ মাধ্যমগুলো জানায়, সংসদীয় রীতি অনুসারে বিরোধী দলের মর্যাদা পেতে হলে কোনো দলকে সংসদের মোট আসন সংখ্যার ১০ শতাংশ পেতে হবে। লোকসভার বিরোধী দল হওয়ার জন্য কোনো দলের লাগবে ৫৪ আসন। কিন্তু, লোকসভার দ্বিতীয় সর্ববৃহৎ দল কংগ্রেসের আসন সংখ্যা ৪৪। তাই কংগ্রেসকে প্রধান বিরোধী দলের মর্যাদা দিতে নারাজ বিজেপি।
অবশ্য অপর একটি বিধানকে হাতিয়ার করে কংগ্রেসের পাল্টা দাবি করছে, সংসদের দ্বিতীয় সর্ববৃহৎ দলই বিরোধী দলের মর্যাদা পাওয়ার যোগ্য।
বাংলাদেশ সময়: ১৯১৪ ঘণ্টা, আগস্ট ২২, ২০১৪