রাসলানুফ: সহিংসতাপূর্ণ লিবিয়ায় মঙ্গলবার একটি যুদ্ধবিমান দিয়ে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। দেশটির পূর্বাঞ্চলে রাসলানুফে হামলা চালানো হয় বলে বার্তা সংস্থা এএফপির একজন প্রতিবেদক জানান।
যুদ্ধবিমান থেকে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়। হামলার পর মহাসড়কের চারপাশে ঘন ধোঁয়ায় ভরে যায়।
চার দশক ক্ষমতা আঁকড়ে থাকা প্রেসিডেন্ট মুয়াম্মার গাদ্দাফির অপসারণের দাবিতে উত্তাল লিবিয়ার সক্রিয় বিক্ষোভকারীদের দখলে থাকা শহরের আট কিলোমিটার পূর্বে ক্ষেপনাস্ত্র হামলা চালানো হয়। এটি লিবিয়ার তেল সমৃদ্ধ শহর।
ওই প্রতিবেদক আরও জানান, রাসলানুফের মূল চেকপয়েন্টে আগের দিনগুলোর তুলনায় বিক্ষোভকরীর সংখ্যা কম ছিল।
বাংলাদেশ সময়: ১৬১৪ ঘণ্টা, মার্চ ০৮, ২০১১