ঢাকা: মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার ন্যাশনাল পার্কের ‘ডেথ ভ্যালি’ বলে খ্যাত এলাকায় শত বছর ধরে পাথরের গড়িয়ে গড়িয়ে চলার রহস্য উদঘাটন করতে সক্ষম হয়েছেন গবেষকেরা।
এই ভ্যালিতে বেশ কিছু পাথর ধীরে ধীরে গড়াতে গড়াতে সোজা অন্য প্রান্তে চলে যায়।
এ ঘটনা সাধারণ মানুষসহ সব শ্রেণীর মানুষকে ভাবনায় ফেলে দেয়, পাথর কেন গড়ায়!
অবশেষে বৃহস্পতিবার পাথরের গড়িয়ে চলার রহস্য উদঘাটনের খবর প্রকাশিত হয়।

তারা এ ঘটনার একটি ভিডিওচিত্র ধারণ করেছেন। তা দিয়ে এর ব্যাখ্যা দেন। গবেষক দুজন বলেন, যখন হালকা শীতে পাথরের চারপাশে হালকা বরফের আস্তরণ থাকে, এই সময়টায় সূর্যের তাপে বরফ গলতে থাকে। এরপর সেখানে বাতাস বইলে পাথরগুলো বাতাস ও বরফের চাপে ধীরে ধীরে সামনে আগাতে থাকে। এ ভাবে বছরের পর বছর এ ঘটনা ঘটে আসছে। এটাই হচ্ছে পাথর গড়িয়ে চলার রহস্য।
তারা বলেন, আমরা একটি পাহাড়ের পাশে অবস্থান করছিলাম। আমরা দেখলাম, পাথরের চারপাশের বরফের আস্তরণ ভেঙে ভেঙে যাচ্ছে ও বাতাস বইছে। এরপরই দেখলাম ধাক্কা পেয়ে পাথর ধীরে ধীরে সরে যাচ্ছে।
তাদের বক্তব্যের সমর্থনে তারা একটি ভিডিও ক্লিপ দেখান। এই ভিডিও চিত্রে এ ঘটনা ঘটতে দেখা যায়।
বাংলাদেশ সময়: ১৪১২ ঘণ্টা, আগস্ট ৩০, ২০১৪