টোকিও: জাপানের উপকূলীয় অঞ্চলে বুধবার সকালে রিখটার স্কেলে সাত দশমিক তিন মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। ভূমিকম্পের পরপর সুনামি সতর্কতা জারি করা হয়েছে।
কর্তৃপক্ষ জানিয়েছে, সমুদ্রের ১০০ মাইল ভেতরে এবং টোকিও থেকে ৪৩০ কিলোমিটার উত্তর-পূর্বাঞ্চলে প্রশান্ত মহাসাগরের ১০ কিমি গভীরে স্থানীয় সময় সকাল ১১: ৪৫ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে।
টোকিও বিশ্বের ঘনবসতিপূর্ণ শহরের একটি। এখানে তিনকোটি মানুষ বাস করে।
ভূমিকম্পের পর বুলেট ট্রেনগুলো বন্ধ থাকে এবং ভূমিকম্পের প্রভাবে রাজধানী টোকিওর ভবনগুলো কেঁপে ওঠে। টেলিভিশন চ্যানেলগুলো ভূমিকম্পের পর তাদের অনুষ্ঠান বন্ধ করে ভূমিকম্পের খবর প্রচার করতে থাকে।
জাপানের ভূমিকম্প গবেষণা সংস্থা আশঙ্কা প্রকাশ করেছে আগামি ৩০ বছরের মধ্যে ৮ মাত্রার ভয়াবহ ভূমিকম্প আঘাত হানার ৭০ শতাংশ সম্ভাবনা রয়েছে।
উল্লেখ্য, ভূমিকম্প প্রবণ অঞ্চলে অবস্থিত হওয়ার ফলে জাপানে প্রায়ই ভূমিকম্প হয়। এর আগে ১৯৯৫ সালে জাপানে ভূমিকম্পে ৬,৪০০ বেশি মানুষ নিহত হয়।
বাংলাদেশ সময়: ১১৫৩ ঘণ্টা, মার্চ ০৯, ২০১১