প্যারিস: তেল সমৃদ্ধ লিবিয়ায় বিক্ষোভে মদদ দিয়ে পশ্চিমা বিশ্ব দেশটিতে উপনিবেশ স্থাপনের পাঁয়তারা চালাচ্ছে। দীর্ঘ চার দশক ক্ষমতা আকড়ে থাকা প্রেসিডেন্ট মুয়াম্মার গাদ্দাফি এই অভিযোগ করেছেন।
সাক্ষাৎকারে গাদ্দাফি বিশেষ করে ফ্রান্সের দিকেই তার অভিযোগের আঙ্গুল তুলেছেন। তিনি বলেন,‘ তারা আবারও লিবিয়ায় উপনিবেশ গড়ে তুলতে চায়’।
মূলত লিবিয়ার স্বৈরশাসক মুয়াম্মার গাদ্দাফির আক্রমণ ঠেকাতে পশ্চিমা বিশ্বের দেশগুলোর মধ্যে ব্রিটেন এবং ফ্রান্সই সবচেয়ে কঠোরভাবে নো ফাই আরোপের পক্ষে অবস্থান নেয়।
এদিকে যুক্তরাষ্ট্র বলেছে, লিবিয়ায় নো ফাই জোনের বাস্তবায়ন করলে জাতিসংঘের আইনের প্রয়োজন হবে।
গাদ্দাফির অপসারনের দাবিতে গত তিন সপ্তাহের চলমান বিক্ষোভে, প্রেসিডেন্ট পন্থি সেনাবাহিনী বিরোধীদের ওপর হামলা চালিয়ে আসছে।
উল্লেখ্য, ১৯১২ সালে উপনিবেশ মুক্ত হয়ে স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়।
বাংলাদেশ সময়: ১৩৩৩ ঘণ্টা, মার্চ ০৯, ২০১১