ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

আলজেরিয়ায় ফরাসি বন্দির শিরশ্ছেদ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২১৩ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০১৪
আলজেরিয়ায় ফরাসি বন্দির শিরশ্ছেদ ছবি: সংগৃহীত

ঢাকা: এবার এক ফরাসি নাগরিকের শিরশ্ছেদ করে ভিডিও প্রকাশ করেছে আলজেরিয়ান একটি সন্ত্রাসী সংগঠন।

হার্ভ গোরদেল নামে ওই ফরাসি পর্যটককে রোববার আটকের পর বুধবার তার শিরশ্ছেদের ভিডিও প্রকাশ করে জুন্দ আল-খলিফা নামে সন্ত্রাসী সংগঠনটি।



আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো জানায়, গোরদেলের শিরশ্ছেদের আগে মঙ্গলবার ফ্রান্সকে ইরাকে ইসলামিক স্টেটের (আইএস) ওপর হামলা বন্ধে ২৪ ঘণ্টা সময় বেধে দেয় জুন্দ আল-খলিফা।

আলজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলের কাবিলি অঞ্চল থেকে অপহৃত হয়েছিলেন ৫৫ বছর বয়সী গোরদেল।

বাংলাদেশ সময়: ২২১৩ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।