ঢাকা: ‘মেক ইন ইন্ডিয়া’ ক্যাম্পেইন নিয়ে এবার সামনে এলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৃহস্পতিবার দুপুরে তিনি এ ক্যাম্পেইনের উদ্বোধন করেন।
এর আগে বাংলাদেশ সময় দুপুর ১২টা ২০ মিনিটে ক্যাম্পেইনের লোগো উন্মোচন করেন মোদী।
উদ্বোধনী অনুষ্ঠানে মোদী বলেন, রাজনৈতিক ফায়দার জন্য আমি কোনো পরিকল্পনা করিনা। বিনিয়োগকারীরা নিশ্চয়তা চান। গত ২-৩ বছর মানুষ বিনিয়োগে আগ্রহ দেখায়নি।
তিনি বলেন, আমাদের সরকার উন্নয়নের জন্য কাজ করছে। এটি কোনো রাজনৈতিক এজেন্ডা নয়। আমাদের ট্যালেন্ট নিয়ে কারো কোনো প্রশ্ন থাকবেনা।
ভারতকে উৎপাদনের প্রধান কেন্দ্রে তৈরি করতে ‘মেক ইন ইন্ডিয়া’ নামে ক্যাম্পেইনের উদ্বোধন করেন নরেন্দ্র মোদী। দিল্লির বিজ্ঞান ভবনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এতে ভারত ছাড়াও বিশ্বের পাঁচশটি প্রতিষ্ঠানের চিফ এক্সিকিউটিভ অফিসার (সিইও) উপস্থিত আছেন। অনুষ্ঠানে রিলায়েন্স গ্রুপের মুকেশ আম্বানি ক্যাম্পেইনকে সফল করার জন্য সবাইকে আহ্বান জানান।
এছাড়া টাটা গ্রুপের চেয়ারম্যান সাইরাস মিস্ট্রি, উইপ্রোর চেয়ারম্যাম আজিম প্রেমজি, আদিত্য বিরলা গ্রুপের কুমার মঙ্গলম বিরলাসহ আরো অনেকে উপস্থিত আছেন।
বাংলাদেশ সময়: ১৩০৭ ঘণ্টা, সেপ্টেম্বর ২৫, ২০১৪