ঢাকা: দীর্ঘদিন ধরেই মেক্সিকোয় অরাজকতা চালিয়ে আসছে শক্তিশালী মাদকচক্রগুলো। তাদের হাত থেকে রক্ষা পায় না সেদেশের সাধারণ মানুষ সহ পুলিশ, সাংবাদিক,নিরাপত্তা বাহিনীর সদস্য এমনকি রাজনীতিকরাও।
ফেডারেল ডেপুটি হিসেবে অভিহিত মেক্সিকোর পার্লামেন্ট সদস্য গ্যাব্রিয়েল গোমেজ মিকায়েলকে অপহরণের পর পুড়িয়ে হত্যা করা হয়েছে বলে নিশ্চিত করেছে দেশটির কর্তৃপক্ষ।
সোমবার মেক্সিকোর পশ্চিমাঞ্চলীয় রাজ্য জালিসকোতে গাড়ি চালিয়ে যাওয়ার পথে অপহৃত হন তিনি। মঙ্গলবার ভোরে প্রতিবেশী রাজ্য জাকাটেকাসে রাস্তার পাশে একটি গাড়ির ভেতর থেকে পুড়ে প্রায় কয়লা হওয়া দু’টি মৃতদেহ উদ্ধার করে পুলিশ।
পরে ফরেনসিক বিশেষজ্ঞরা নিশ্চিত হন দুই মৃতদেহের একটি একটি গাব্রিয়েল গোমেজ মিকায়েলের, অপরটি তার সহযোগী হেরিবারতো নুনেজ রামোসের।
জাকাটেকাসের প্রধান কৌসুলি আরটুরো নাল জানান, তাদের শরীরে কোনো বুলেট পাওয়া যায়নি। মৃতদেহগুলোর পোড়ানোর ধরন দেখেই বোঝাই যাচ্ছে কিভাবে তাদের হত্যা করা হয়েছে।
গোমেজ মিখায়েলের নিজ রাজ্য জালিসকো শক্তিশালী মাদক চক্র নিউ জেনারেশন ড্রাগ কার্টেলের শক্ত ঘাঁটি। এছাড়া দেশটির অপর শক্তিশালী মাদক চক্র গালফ কার্টেলেরও উপস্থিতি রয়েছে জাকাটেকাস রাজ্যে।
মাদকচক্রগুলোর বিরুদ্ধে ২০০৬ সালে মেক্সিকোর সরকারের যুদ্ধ ঘোষণার পর এ পর্যন্ত সেখানে প্রাণ হারিয়েছেন ৮০ হাজার মানুষ। পাশাপাশি প্রাণ হারিয়েছেন ৩০ জন মেয়রও। তবে মাদক চক্রের হাতে কোনো ফেডারেল ডেপুটির মৃত্যু এই প্রথম।
২০১১ সালেও ক্ষমতাসীন পিআরআই দলের অপর একজন ফেডারেল ডেপুটি মোসেস ভিলানুয়েভাকে হত্যা করা হয়। তবে তার হত্যাকাণ্ডের সঙ্গে মাদকচক্রগুলোর সংশ্লিষ্টতা ছিলো না বলে জানায় মেক্সিকোর কর্তৃপক্ষ।
নিহত ফেডারেল ডেপুটি গোমেজ মিখায়েল এর আগে এল গ্রুলো শহরের মেয়রের দায়িত্ব পালন করেন। তিনি মেক্সিকোর প্রেসিডেন্ট এনরিক পেনা নিয়েটোর ইন্সটিটিউশনাল রেভুলশনারি পার্টির (পিআরআই) মনোনয়নে পার্লামেন্ট সদস্য হিসেবে নির্বাচিত হন।
বাংলাদেশ সময়: ১৫২৩ ঘণ্টা, সেপ্টেম্বর ২৫, ২০১৪