ঢাকা: ভূমধ্যসাগরে আটকে পড়া ৩০০ শরণার্থী উদ্ধারে নেমেছে সাইপ্রাস সরকার। ধারনা করা হচ্ছে, আটকেপড়ারা সিরিয়ান উদ্বাস্তু।
ছোট্ট একটি মাছ ধরার জাহাজযোগে তারা সাগর পাড়ি দিচ্ছিলেন। এদের মধ্যে অধিকাংশই নারী ও শিশু।
সাইপ্রাসের রিসোর্ট শহর পাফোস থেকে ৫৫ নটিক্যাল নাইল দক্ষিণে জাহাজটি পড়ে আছে। ঘটনাস্থলে হেলিকপ্টার পৌঁছেছে।
সাইপ্রাস কর্তৃপক্ষ বলছে, বৈরি আবহাওয়ার কারণে জাহাজটি আটকে পড়ে থাকতে পারে।
বাংলাদেশ সময়: ১৬২০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৫, ২০১৪