ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ভূমধ্যসাগরে আটকে পড়েছে ৩০০ শরণার্থী

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৫, ২০১৪
ভূমধ্যসাগরে আটকে পড়েছে ৩০০ শরণার্থী

ঢাকা: ভূমধ্যসাগরে আটকে পড়া ৩০০ শরণার্থী উদ্ধারে নেমেছে সাইপ্রাস সরকার। ধারনা করা হচ্ছে, আটকেপড়ারা সিরিয়ান উদ্বাস্তু।

তারা সাইপ্রাসের পশ্চিমতীরে আটকা পড়েছেন।

ছোট্ট একটি মাছ ধরার জাহাজযোগে তারা সাগর পাড়ি দিচ্ছিলেন। এদের মধ্যে অধিকাংশই নারী ও শিশু।

সাইপ্রাসের রিসোর্ট শহর পাফোস থেকে ৫৫ নটিক্যাল নাইল দক্ষিণে জাহাজটি পড়ে আছে। ঘটনাস্থলে হেলিকপ্টার পৌঁছেছে।

সাইপ্রাস কর্তৃপক্ষ বলছে, বৈরি আবহাওয়ার কারণে জাহাজটি আটকে পড়ে থাকতে পারে।

বাংলাদেশ সময়: ১৬২০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৫, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।