ঢাকা, মঙ্গলবার, ৩১ আষাঢ় ১৪৩২, ১৫ জুলাই ২০২৫, ১৯ মহররম ১৪৪৭

আন্তর্জাতিক

জাতিসংঘে পশ্চিমাদের কড়া সমালাচনায় রুহানি

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২:০৫, সেপ্টেম্বর ২৫, ২০১৪
জাতিসংঘে পশ্চিমাদের কড়া সমালাচনায় রুহানি ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি

ঢাকা: জাতিসংঘে পশ্চিমাদের তীব্র সমালোচনা করেছেন ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি। তিনি মধ্যপ্রাচ্যে সন্ত্রাসবাদ বৃদ্ধিতে পশ্চিমাদের দায়ী করেছেন।



বৃহস্পতিবার জাতিসংঘের সাধারণ পরিষদের ৬৯তম অধিবেশনে বক্তৃতাকালে পশ্চিমাদের একপ্রকার তুলোধুনা করেছেন।

মধ্যপ্রাচ্যে ইস্যুতে পশ্চিমাদের ‘কৌশলগত মারাত্মক ভুল’ আছে দাবি করে রুহানি বলেন, ওই অঞ্চলের সমস্যা সমাধান ওখান থেকেই আসা উচিত।   নাম না বললেও কিছু গোয়েন্দা সংস্থা ইরাক ও সিরিয়ায় আইএস জঙ্গি গোষ্ঠীকে অর্থায়ন করছে বলে রুহানি অভিযোগ করেন।

রুহানি তার বক্তৃতায় পশ্চিমাদের সঙ্গে পারমাণবিক ইস্যুতে চলমান সমঝোতা নিয়েও কথা বলেন। তিনি সমঝোতার সঠিক সময়ে সমঝোতার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন।

আবারও ইরানের পারমাণবিক কর্মসূচি শান্তিপূর্ণ উদ্দেশে ব্যবহার করা হবে বলে তিনি দাবি করেন।

বাংলাদেশ সময়: ২২০৫ ঘণ্টা, সেপ্চেম্বর ২৫, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।