ঢাকা, বুধবার, ২৬ ভাদ্র ১৪৩২, ১০ সেপ্টেম্বর ২০২৫, ১৭ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

সাংবাদিকের ক্যামেরা চুরির অভিযোগে জাপানি সাঁতারু বহিষ্কৃত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:১৪, সেপ্টেম্বর ২৭, ২০১৪
সাংবাদিকের ক্যামেরা চুরির অভিযোগে জাপানি সাঁতারু বহিষ্কৃত

ঢাকা: দক্ষিণ কোরিয়ার এক ফটো সাংবাদিকের ক্যামেরা চুরির অভিযোগে জাপানি এক সাঁতারুকে বহিষ্কার করা হয়েছে। দক্ষিণ কোরিয়ার ইনচনে চলমান এশিয়ান গেমসে এ ঘটনা ঘটে।



এদিকে, ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেছে জাপান।   সত্যতা যাচাইয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।

ঘটনার বিষয়ে দুঃখ প্রকাশ করে জাপান দলের প্রতিনিধি তায়োশি আওকি এক সংবাদ সম্মেলনে বলেন, নাওয়া তমিতা নামে ওই সাঁতারুকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

এ বিষয়ে আর বিস্তারিত কিছু জানা যায়নি।

বাংলাদেশ সময়: ১০১২ ঘণ্টা, সেপ্টেম্বর ২৭, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।