ঢাকা: হংকংয়ে পূর্ণ গণতান্ত্রিক প্রক্রিয়ায় ২০১৭ সালের নির্বাচনের দাবিতে চীন বিরোধীরা ব্যাপক বিক্ষোভ দেখিয়েছেন। বিক্ষোভকারীরা পুলিশ বেষ্টনী ভেঙ্গে হংকং সরকারের প্রধান প্রশাসনিক ভবনে ঢুকে পড়ে।
আগস্টে হংকং নগরের নেতৃত্ব নির্বাচনে মুক্ত মনোনয়নের প্রস্তাব চীন প্রত্যাখ্যান করেছে। বেইজিং বলছে, মনোনয়ন কমিটির নির্বাচিত দুই কিংবা তিনজন প্রার্থীর তালিকা থেকে নগরের নেতা নির্বাহী প্রধানকে নির্বাচন করতে হবে। বেইজিংয়ের এই ঘোষণায় হংকংয়ের গণতন্ত্রকামীরা বিক্ষোভ ফেটে পড়েন।
এর আগে পুলিশ বিক্ষোভকারীদের ঠেকাতে কাঁদানে গ্যাস ব্যবহার করে। চীনের কবলমুক্ত হয়ে ২০১৭ সালে স্বাধীন, অবাধ ও সুষ্ঠু নির্বাচনের দাবিতে বিক্ষোভকারীদের সঙ্গে যোগ দেয় স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও।
রাতব্যাপী বিক্ষোভে কমপক্ষে ২৯ জন আহত হন। পুলিশের সঙ্গে সংঘর্ষে চারজন সামান্য আঘাতপ্রাপ্ত হন। তাদেরকে স্ট্রেচারে করে হাসপাতালে নিয়ে যেতে দেখা গেছে।
বাংলাদেশ সময়: ১৮০০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৭, ২০১৪