ঢাকা: জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের দায়ে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এডিএমকে নেত্রী জয়ারাম জয়ললিতাকে চার বছরের কারাদণ্ড দিয়েছে আদালত।
শনিবারের দেওয়া এই রায়ে একইসঙ্গে তাকে ১০০ কোটি রুপি জরিমানা, অনাদায়ে আরো এক বছরের কারাদণ্ড দেওয়া হয়।
যদিও তার দল বলছে, রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করা হবে। রায় ঘোষণার পর পরই স্বাস্থ্য পরীক্ষার জন্য তাকে হাসপাতালে নেওয়া হয়েছে। তবে তাকে ফিরতে হবে কারাগারেই।
তামিলনাডুর কেন্দ্রীয় কারাগার পারাপ্পানা আগ্রাহারা কর্তৃপক্ষ ইতোমধ্যে জয়ললিতার জন্য সেল নির্ধারণ করেছে। কারাগারের ২৩ নম্বর ভিভিআইপি সেলে থাকবেন তিনি, তার প্রিজনার নাম্বার ৭৪০২।
কারাগার কর্তৃপক্ষ জানিয়েছে, সেলটি নারী ব্যারাকে অবস্থিত। এতে একটি বিছানা, একটি ফ্যান আর বাথরুমে থাকবে। কারাগারে এরকম মাত্র দুটি ভিভিআইপি সেল আছে, যেগুলো উচ্চ নিরাপত্তাসম্পন্ন। জয়ললিতাই প্রথম আসামি যিনি এ রকম সেলে বন্দি থাকবেন।
আর সাজাপ্রাপ্ত হিসেবে তাকে অন্যসব আসামির মতোই সবসময় সাদা শাড়ি পড়তে হবে।
বাংলাদেশ সময়: ১১০৭ ঘণ্টা, সেপ্টেম্বর ২৮, ২০১৪