ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

জয়ললিতা: প্রিজনার নাম্বার ৭৪০২

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৭ ঘণ্টা, সেপ্টেম্বর ২৮, ২০১৪
জয়ললিতা: প্রিজনার নাম্বার ৭৪০২ জয়ারাম জয়ললিতা

ঢাকা: জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের দায়ে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এডিএমকে নেত্রী জয়ারাম জয়ললিতাকে চার বছরের কারাদণ্ড দিয়েছে আদালত।

শনিবারের দেওয়া এই রায়ে  একইসঙ্গে তাকে ১০০ কোটি রুপি জরিমানা, অনাদায়ে আরো এক বছরের কারাদণ্ড দেওয়া হয়।

এ কারণে রাজ্যের মুখ্যমন্ত্রীর পদ ছাড়তে হবে তামিল চলচ্চিত্রের এক সময়ের জনপ্রিয় এই অভিনেত্রীকে।

যদিও তার দল বলছে, রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করা হবে। রায় ঘোষণার পর পরই স্বাস্থ্য পরীক্ষার জন্য তাকে হাসপাতালে নেওয়া হয়েছে। তবে তাকে ফিরতে হবে কারাগারেই।

তামিলনাডুর কেন্দ্রীয় কারাগার পারাপ্পানা আগ্রাহারা কর্তৃপক্ষ ইতোমধ্যে জয়ললিতার জন্য সেল নির্ধারণ করেছে। কারাগারের ২৩ নম্বর ভিভিআইপি সেলে থাকবেন তিনি, তার প্রিজনার নাম্বার ৭৪০২।

কারাগার কর্তৃপক্ষ জানিয়েছে, সেলটি নারী ব্যারাকে অবস্থিত। এতে একটি বিছানা, একটি ফ্যান আর বাথরুমে থাকবে। কারাগারে এরকম মাত্র দুটি ভিভিআইপি সেল আছে, যেগুলো উচ্চ নিরাপত্তাসম্পন্ন। জয়ললিতাই প্রথম আসামি যিনি এ রকম সেলে বন্দি থাকবেন।

আর সাজাপ্রাপ্ত হিসেবে তাকে অন্যসব আসামির মতোই সবসময় সাদা শাড়ি পড়তে হবে।

বাংলাদেশ সময়: ১১০৭ ঘণ্টা, সেপ্টেম্বর ২৮, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।