ঢাকা: আগ্নেয়গিরির আকস্মিক অগ্ন্যুৎপাতে জাপানে ৩০ জন পর্বত পরিব্রাজক মারা গেছেন বলে ধারণা করা হচ্ছে। শনিবার রাজধানী টোকিওর পশ্চিমাঞ্চলীয় মাউন্ট ওনটেকে আকস্মিকভাবে এই অগ্ন্যুৎপাত শুরু হয়।
উদ্ধারকারীরা রোববার ওই ত্রিশজনকে অচেতন অবস্থায় খুঁজে পায়। এ সময় তাদের শ্বাস বন্ধ ছিলো এবং তাদের হৃদযন্ত্র সাড়া দিচ্ছিলো না বলে জানায় জাপানের সংবাদমাধ্যম। তবে আনুষ্ঠানিকভাবে এখনও তাদের মৃত ঘোষণা করা হয়নি, কারণ জাপানে স্বাস্থ্য পরীক্ষার পরই সাধারণত মৃত্যুর আনুষ্ঠানিক ঘোষণা দেয়া হয়ে থাকে।
এদিকে শনিবার দুপুরের এই আকস্মিক অগ্ন্যুৎপাতে মাউন্ট ওনটেকে আটকা পড়ে প্রায় ২৫০ জন মানুষ। তবে তাদের বেশিরভাগই পরবর্তীতে নিরাপদে নিচে নামতে সক্ষম হন।
আগ্নেয়গিরিটি রাজধানী টোকিও’র ২৫০ কিলোমিটার পশ্চিমে অবস্থিত। সাধারণভাবে ওই এলাকাটি শরৎকালীন সৌন্দর্য্য উপভোগের জন্য জনপ্রিয় একটি পর্যটন স্পট।
বিশ্বের অন্যতম ভূমিকম্প প্রবণ দেশ হলেও ১৯৯১ সালের পর জাপানে অগ্ন্যুৎপাতে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। ওই বছর দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় মাউন্ট উনজেনে সংঘটিত অগ্ন্যুৎপাতে মারা যায় ৪৩ জন মানুষ।
বাংলাদেশ সময়: ১২৫৮ ঘণ্টা, সেপ্টেম্বর ২৮, ২০১৪