ঢাকা: ‘অতি লোভে তাঁতী নষ্ট’ প্রবাদটির মর্ম হাড়ে হাড়ে টের পাচ্ছেন মুম্বাইয়ের মালাডের দুই ব্যবসায়ী। মাত্র ১৫০ রুপির লোভে পড়ে প্রায় ৮০ লাখ রুপির সোনার গয়না খুইয়েছেন তারা।
ঘটনাটি ঘটেছে শুক্রবার গুজরাটের আহমেদাবাদে। রোববার ভারতীয় সংবাদ মাধ্যমগুলো এ খবরটি জানিয়েছে।
জানা যায়, প্রদীপ ধকন ও প্রবীণ ধকন নামে মালাডের ওই দুই ব্যবসায়ী শুক্রবার সোনার গয়না বিক্রি করতে আহমেদাবাদের এলিসব্রিজ এলাকায় যান। সেখানে একটি পুলিশ ফাঁড়ির সামনে গাড়ি দাঁড় করিয়ে সোনার গয়না বিক্রির ব্যাপারে একটি জুয়েলার্সে কথা বলতে যান প্রবীণ। আর সোনার গয়নাভর্তি ব্যাগ আগলে গাড়িতেই বসে থাকেন প্রদীপ।
হঠাৎ এক অপরিচিত যুবক প্রদীপের দৃষ্টি আকর্ষণ করে বলেন, ‘গাড়ির নিচে কিছু রুপি পড়ে আছে, সেগুলো কি আপনার?’ প্রদীপ গাড়ির দরজা খুলে উঁকি দিয়ে দেখেন, তাইতো ১০, ২০ রুপির কয়েকটি নোট পড়ে আছে গাড়ির নিচে।
লোভে পড়ে গেলেন প্রদীপ। গাড়ি থেকে নেমেই রুপিগুলো সংগ্রহ করতে থাকেন। পরে গুনে দেখেন সর্বসাকুল্যে দেড়শো’ রুপি। এই দেড়শো’ রুপি নিয়ে গাড়িতে উঠতে যেতেই হৃদপিণ্ড ফেটে যাওয়ার উপক্রম তার। তিনি যতক্ষণ টাকা কুড়োতে ব্যস্ত ছিলেন ততক্ষণে তার সোনার গয়নাভর্তি ব্যাগ নিয়ে হাওয়া সেই চতুর যুবক।
সব খুইয়ে নিকটস্থ থানায় অভিযোগ দায়ের করেন দুই ব্যবসায়ী। তারা দাবি করেন, ব্যাগে প্রায় ৩ কিলোগ্রাম সোনার গয়না ছিল, যার বাজারমূল্য প্রায় ৮০ লাখ রুপি।
বাংলাদেশ সময়: ১৪৪১ ঘণ্টা, সেপ্টেম্বর ২৮, ২০১৪