ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

হংকংয়ে ব্যাপক সংঘর্ষ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৬ ঘণ্টা, সেপ্টেম্বর ২৮, ২০১৪
হংকংয়ে ব্যাপক সংঘর্ষ

ঢাকা: হংকংয়ে পূর্ণ গণতান্ত্রিক প্রক্রিয়ায় ২০১৭ সালের নির্বাচনের দাবিতে চীন বিরোধীরা ব্যাপক বিক্ষোভ করেছেন। বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে।

পুলিশ আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে টিয়ার গ্যাস নিক্ষেপ করে।

বিক্ষোভকারীরা পুলিশ বেষ্টনী ভেঙ্গে হংকং সরকারের প্রধান প্রশাসনিক ভবনে ঢুকে পড়ার চেষ্টা করলে পুলিশ কাঁদানে গ্যাস ব্যবহার করেছে। ।

আগস্টে হংকং নগরের নেতৃত্ব নির্বাচনে মুক্ত মনোনয়নের প্রস্তাব চীন প্রত্যাখ্যান করেছে। বেইজিং বলছে, মনোনয়ন কমিটির নির্বাচিত দুই কিংবা তিনজন প্রার্থীর তালিকা থেকে নগরের নেতা নির্বাহী প্রধানকে নির্বাচন করতে হবে। বেইজিংয়ের এই ঘোষণায় হংকংয়ের গণতন্ত্রকামীরা বিক্ষোভ ফেটে পড়েন। তারা চান হংকংয়ের শীর্ষ নেতারা নির্বাচনে অংশগ্রহণ করুক।

হংকংয়ের প্রধান নির্বাহী লিয়াং বলেন, বিক্ষোভ অবৈধ। পরিকল্পনা অনুযায়ীই নির্বাচন হবে।

গত সপ্তাহে হংকংয়ের ছাত্রছাত্রীরা সংস্কারের দাবিতে আন্দোলনের ডাক দিলে তাতে ব্যাপক সাড়া পড়ে।   হাজার হাজার বিক্ষোভকারীরা সরকারি ভবনের সামনে অবস্থান নেন।

বাংলাদেশ সময়: ১৭২৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২৮, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।