ঢাকা: হংকংয়ে পূর্ণ গণতান্ত্রিক প্রক্রিয়ায় ২০১৭ সালের নির্বাচনের দাবিতে চীন বিরোধীরা ব্যাপক বিক্ষোভ করেছেন। বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে।
বিক্ষোভকারীরা পুলিশ বেষ্টনী ভেঙ্গে হংকং সরকারের প্রধান প্রশাসনিক ভবনে ঢুকে পড়ার চেষ্টা করলে পুলিশ কাঁদানে গ্যাস ব্যবহার করেছে। ।
আগস্টে হংকং নগরের নেতৃত্ব নির্বাচনে মুক্ত মনোনয়নের প্রস্তাব চীন প্রত্যাখ্যান করেছে। বেইজিং বলছে, মনোনয়ন কমিটির নির্বাচিত দুই কিংবা তিনজন প্রার্থীর তালিকা থেকে নগরের নেতা নির্বাহী প্রধানকে নির্বাচন করতে হবে। বেইজিংয়ের এই ঘোষণায় হংকংয়ের গণতন্ত্রকামীরা বিক্ষোভ ফেটে পড়েন। তারা চান হংকংয়ের শীর্ষ নেতারা নির্বাচনে অংশগ্রহণ করুক।
হংকংয়ের প্রধান নির্বাহী লিয়াং বলেন, বিক্ষোভ অবৈধ। পরিকল্পনা অনুযায়ীই নির্বাচন হবে।
গত সপ্তাহে হংকংয়ের ছাত্রছাত্রীরা সংস্কারের দাবিতে আন্দোলনের ডাক দিলে তাতে ব্যাপক সাড়া পড়ে। হাজার হাজার বিক্ষোভকারীরা সরকারি ভবনের সামনে অবস্থান নেন।
বাংলাদেশ সময়: ১৭২৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২৮, ২০১৪