ঢাকা: তামিলনাড়ুর পরবর্তী মুখ্যমন্ত্রী হচ্ছেন ও পান্নিরসেলভাম। দুর্নীতির দায়ে রাজ্যের সদ্য সাবেক মুখ্যমন্ত্রী জয়ললিতাকে চার বছরের কারাদণ্ড দেওয়ার পরদিন পান্নিরসেলভাম মুখ্যমন্ত্রী হলেন।
শনিবার জয়ললিতার দল অল ইন্ডিয়া আন্না দ্রাভিডা মুনেত্রা কাজহাগাম সবার সিদ্ধান্তক্রমে পান্নিরসেলভামকে মুখ্যমন্ত্রী নির্বাচিত করা হয়।
পান্নিরসেলভাম জয়ললিতার খুবই বিশ্বস্ত লোক। এর আগেও একবার তিনি তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হয়েছিলেন। ২০০১ সালে তানশি ভূমি চুক্তি মামলায় জয়ললিতা পদত্যাগ করলে তিনি মুখ্যমন্ত্রী হয়েছিলেন।
শনিবার ব্যাঙ্গালুরুর বিশেষ আদালত কঠোর নিরাপত্তার মধ্যে জয়ললিতার দুর্নীতির মামলার রায় দেন। সেইসঙ্গে তাকে ১০০ কোটি রুপি জরিমানা, অনাদায়ে আরো এক বছরের কারাদণ্ড দেওয়া হয়। মুখ্যমন্ত্রীর পদও হারান জয়ললিতা।
এছাড়া তাকে দশ বছরের জন্য নির্বাচন থেকে নিষিদ্ধ করেছেন আদালত।
বাংলাদেশ সময়: ১৭৫৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২৮, ২০১৪