ঢাকা, বুধবার, ২৬ ভাদ্র ১৪৩২, ১০ সেপ্টেম্বর ২০২৫, ১৭ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

ম্যাডিসন স্কয়ারে মোদীর ভাষণ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২:২৯, সেপ্টেম্বর ২৮, ২০১৪
ম্যাডিসন স্কয়ারে মোদীর ভাষণ নরেন্দ্র মোদী

ঢাকা: ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিউইয়র্কের ম্যাডিসন স্কয়ারে উষ্ণ অভর্থ্যনা দেওয়া হয়েছে।   স্থানীয় সময় সন্ধ্যায় জমকালো অনুষ্ঠানের মধ্যে দিয়ে মোদীকে স্বাগত জানানো হয়।

কিছুক্ষণের মধ্যেই মোদীর ভাষণদানের কথা রয়েছে।

মোদীর ভাষণ শুনতে সেখানে সমবেত হয়েছে ১৮ হাজারের বেশি মানুষ। অনুষ্ঠানের খরচ হয়েছে দেড় মিলিয়ন মার্কিন ডলার। যার বেশিরভাগই যোগান দিয়েছে যুক্তরাষ্ট্রে প্রবাসী ভারতীয়দের বিভিন্ন সংগঠন।

টাইম স্কয়ারে বড় পর্দায় মোদীর ভাষণ সরাসরি সম্প্রচার করা হবে। মার্কিন আইনপ্রণেতা, তারকা ও যুক্তরাষ্ট্রে বিভিন্ন ক্ষেত্রে খ্যাতিমান ও প্রতিষ্ঠিত প্রবাসী ভারতীয়রাও উপস্থিত আছেন এই অনুষ্ঠানে।

বাংলাদেশ সময়: ২২১৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২৮, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।