ঢাকা: আম্মা তথা তামিলনাড়ুর সদ্য সাবেক মুখ্যমন্ত্রী জয়ললিতার কারাদণ্ডের শোকে পাথর পুরো তামিলনাড়ু্। আম্মা’র কারাদণ্ডের সাজা মেনে নিতে না পেরে একের পর এক আত্মঘাতী হচ্ছেন জয়ললিতার সমর্থকরা।
জানা গেছে শনিবার থেকে এ পর্যন্ত অগ্নিদগ্ধ হয়ে ও গলায় ফাঁস দিয়ে শ্বাসরোধের কারণে মৃত্যু হয়েছে ১৬ জনের।
দুর্নীতির দায়ে তামিলনাড়ুর সদ্য সাবেক মুখ্যমন্ত্রী তথা এআইডিএমকে নেত্রী জয়ললিতা জয়রামকে ৪ বছরের কারাদণ্ড দিয়েছে বেঙ্গালুরুর বিশেষ আদালত। মুখ্যমন্ত্রীর আলিশান বাসভবনের বদলে আপাতত চেন্নাইয়ের পরপ্পন অগ্রহার জেলই তার নতুন ঠিকানা। ইতোমধ্যেই তামিলনাড়ুর নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন আম্মা অনুগত পন্নিরসেলভাম।
কিন্তু নেত্রীর এই দুর্দশায় ভেঙ্গে পড়েছেন অসংখ্য এডিএমকে সমর্থক। ইতোমধ্যেই গায়ে আগুন ও গলায় ফাঁস দিয়ে ১৬ জনের আত্মহত্যার খবর পাওয়া গেছে।
পুলিশ সূত্র জানায়, রোববার চেন্নাইয়ের বাসিন্দা ৬৫ বছরের এস ভেঙ্কটেশন গায়ে কেরোসিন ঢেলে আগুন দেন। চলন্ত বাসের সামনে ঝাঁপিয়ে প্রাণ বিসর্জন দেন এক ভক্ত। এছাড়া গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন আরও তিন আম্মা সমর্থক।
শুধু আত্মহত্যাই নয় জয়ললিতার কারাবাসের আদেশে মানসিকভাবে বিপর্যস্ত হয়েছেন তার অগণিত সমর্থক। ইতোমধ্যেই ১০ জন হৃদরোগে আক্রান্ত হয়েছেন। এছাড়া আদালতের রায় ঘোষণার পরপরই হৃদযন্ত্র বিকল হয়ে মারা গেছেন আরও এক জয়ললিতা ভক্ত।
তবে এসব আত্মহত্যার কারণ আম্মার কারাদণ্ড এমন কথা অবশ্য মানতে নারাজ তামিলননাড়ুর পুলিশ। তাদের মতে এ সব মৃত্যুর পেছনে রয়েছেন ব্যক্তিগত কারণ।
অবশ্য হঠাৎ করে তামিলনাড়ুতে আত্মহত্যা বেড়ে যাওয়ার ঘটনায় তারা যথেষ্ট উদ্বিগ্নও বটে।
বাংলাদেশ সময়: ১১৫০ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০১৪