ঢাকা: জাপানে বোমা হামলার হুমকিতে ১০১টি প্রাথমিক বিদ্যালয় ছুটি ঘোষণা করা হয়েছে। প্রায় ৪৪ হাজার শিক্ষার্থীকে সকালে বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়।
মঙ্গলবার এ খবর নিশ্চিত করে সেদেশের পুলিশ কর্তৃপক্ষ।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়, এদিন কেন্দ্রীয় শহর হামামাতসু কর্তৃপক্ষকে এক ব্যক্তি ফোনে বিস্ফোরণের হুমকি দেন। একটি বিদ্যালয়ে বোমা রাখার কথাও বলা হয় তাদের।
এরপর শিক্ষার্থীদের বাড়ি পাঠিয়ে দেওয়ার পাশাপাশি প্রত্যেক বিদ্যালয়ে পুলিশ পাঠানো হয়েছে বলে জানানো হয়।
বাংলাদেশ সময়: ১৭০৮ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০১৪