রিয়াদ: সৌদি বাদশা আবদুল্লাহ শুক্রবার জাতির উদ্দেশে দেওয়া ভাষণে সরকার বিরোধী বিক্ষোভকারীদের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, রাজ্যের এবং নিরাপত্তার প্রতি হুমকিস্বরূপ যেকোনো পরিকল্পনা নস্যাৎ করতে নিরাপত্তা বাহিনী আঘাত হানবে। রাষ্ট্রনিয়ন্ত্রিত টেলিভিশন আল-আখবারিয়ায় দেওয়া ভাষণে শুক্রবার তিনি এ কথা বলেন।
অনেক সামাজিক সুবিধার ঘোষণা দিয়ে তিনি সতর্ক বাণী উচ্চারণ করেন। ঘোষিত সামাজিক সুবিধাসমূহের মধ্যে রয়েছে সরকারি কর্মচারিদের জন্য দুইমাসের অতিরিক্ত বেতন, অধিক বেকার ভাতা, উন্নত স্বাস্থ্য সেবা এবং গৃহায়ণ ব্যবস্থার উন্নয়ন।
নিরাপত্তা বাহিনীতে নতুন কর্মসংস্থানের কথা উল্লেখ করে তিনি বলেন, সেনা বাহিনীতে ৬০ হাজার নতুন সেনা নিয়োগ দেওয়া হবে এবং দুর্নীতি প্রতিরোধ করতে দুর্নীতি বিরোধী কমিটি গঠন করা হবে।
শুক্রবারের জারি করা ওই রাজকীয় অধ্যাদেশে ওপেকের প্রধান তেল সরবরাহকারী এই দেশটি এই প্রথমবারের মত সরকারি কর্মচারীদের সর্বনিম্ন বেতন ৩০ হাজার রিয়াল দেয়ার ঘোষণা দেয়া হয়।
পাঁচ লাখ গৃহ নির্মাণের ঘোষণা দিয়ে বাদশা বলেন, যাতে ব্যয় হবে ২৫ হাজার কোটি রিয়াল। প্রতিবেশি দেশ ইয়েমেন, বাহরাইনে দারিদ্র্য এবং বেকারত্বের বিরদ্ধে ব্যাপক বিক্ষোভের মুখেই সৌদি সরকার এই ঘোষণা দিল। যদিও বাহরাইন এবং ইয়েমেনে সরকার বিরোধী বিক্ষোভকারীদের দমাতে সৌদি সরকার দেশ দুটিতে সেনা পাঠিয়েছে।
এদিকে, বাহরাইনের শিয়া বিক্ষোভকারীদের প্রতি সংহতি প্রকাশ করে সৌদি আরবের তেল সমৃদ্ধ পূর্বাঞ্চলের শত শত শিয়া বৃহস্পতিবার রাতে মিছিল করছে।
সৌদি আরবে এখন বেকারত্বের ১০ শতাংশ এবং দেশটিতে নারীদের ঘরের বাইরের কাজে নিরুৎসাহিত করা হয়।
বাংলাদেশ সময়: ২২৫৪ ঘণ্টা, মার্চ ১৮,২০১১