রিও ডি জেনিরো: ব্রাজিলে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার দুই দিনের সফরের প্রতিবাদে শুক্রবার রিও ডি জেনিরোতে মিছিল বের করে বিক্ষোভকারীরা। এসময় পুলিশ মিছিল ছত্রভঙ্গ করতে বিক্ষোভকারীদের ওপর রাবার বুলেট ও টিয়ারগ্যাস নিক্ষেপ করে।
ওবামা শনিবার ব্রাজিল সফরে যাচ্ছেন। তার সফর সামনে রেখে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। নিরাপত্তার কারণে ওবামার রিওতে জনগণের সামনে ভাষণের কর্মসূচি বাতিল করা হয়েছে।
ব্রাজিলে ওবামা বিরোধী মিছিলে প্রায় ৩০০ বিক্ষোভকারী অংশ নেয়। পুলিশ বিক্ষোভকারীদের ওপর হামলা চালানোর সময় বার্তা সংস্থা এএফপির ফটো সাংবাদিক ভান্দারলি আলমিদিয়াসহ কয়েকজন আহত হন।
দুই দিনের ব্রাজিল সফরের প্রথম দিন শনিবার ওবামার দেশটির প্রেসিডেন্ট দিলমা রউসেফের সঙ্গে রাজধানী ব্রাসিলিয়ায় সাক্ষাতের পরিকল্পনা রয়েছে। এছাড়াও ওবামা কয়েকটি গুরুত্বপূর্ণ বৈঠক করবেন।
বাংলাদেশ সময়: ১৩০০ ঘণ্টা, মার্চ ১৯, ২০১১