ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

বেনগাজিতে বিস্ফোরণ

বিদ্রোহী ও সরকারের পাল্টা দোষারোপ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৮ ঘণ্টা, মার্চ ১৯, ২০১১
বিদ্রোহী ও সরকারের পাল্টা দোষারোপ

ত্রিপোলি: লিবিয়ায় বিদ্রোহীদের দখলে থাকা বেনগাজি শহরে শনিবার বিমান হামলা চালানো হয়েছে। বিদ্রোহীরা জানিয়েছে, গাদ্দাফি বাহিনীর তাদের ওপর বিমান হামলা চালাচ্ছে।

এ খবর প্রকাশ করেছে বিবিসি।

এদিকে, লিবিয়ার সরকার জানিয়েছে, গাদ্দাফির বাহিনীর বিদ্রোহীদের হামলার মুখে পড়েছে। বিদ্রোহীরা তাদের যুদ্ধবিমান দিয়ে হামলা চালিয়েছে। এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

ব্রিটেন, যুক্তরাষ্ট্র, ফ্রান্স ও আরব অঞ্চলের বিভিন্ন দেশ লিবিয়ায় সামরিক হামলার ব্যাপারে বসতে যাচ্ছে। গত বৃহস্পতিবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদ লিবিয়ায় হামলার অনুমোদন দেয়। একইসঙ্গে নো ফ্লাই জোন আরোপের সিদ্ধান্ত নেওয়া হয়।

শুক্রবার ফ্রান্স, ব্রিটেন, যুক্তরাষ্ট্র লিবিয়ায় সামরিক হামলার ব্যাপারে একাত্মতা ঘোষণা করে। তবে সেখানে স্থলবাহিনী দিয়ে হামলা চালানো হবে না বলেও জানান সংশ্লিষ্ট দেশগুলোর নেতারা।

বাংলাদেশ সময়: ১৪৪৫ ঘণ্টা, মার্চ ১৯, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।