ঢাকা, মঙ্গলবার, ২১ শ্রাবণ ১৪৩২, ০৫ আগস্ট ২০২৫, ১০ সফর ১৪৪৭

আন্তর্জাতিক

ইয়েমেনে নিহত বিক্ষোভকারীর সংখ্যা বেড়ে ৫২

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:২৪, মার্চ ১৯, ২০১১
ইয়েমেনে নিহত বিক্ষোভকারীর সংখ্যা বেড়ে ৫২

সানা: ইয়েমেনের রাজধানী সানায় শুক্রবার সশস্ত্র বাহিনীর হামলায় নিহত ব্যক্তির সংখ্যা বেড়ে ৫২ জনে দাঁড়িয়েছে। শনিবার চিকিৎসকরা এ তথ্য জানিয়েছে।

খবর এএফপির।

এ ঘটনার পর দেশজুড়ে জরুরি অবস্থা জারি করে প্রেসিডেন্ট আলি আবদুল্লাহ সালেহি।

হাজার হাজার বিক্ষোভকারী শুক্রবার রাজধানীর মূল চত্বরে জড়ো হয়ে ইয়েমেনের প্রেসিডেন্ট আলি আবদুল্লাহ সালেহির পদত্যাগ দাবি করেছে।

সালেহি গত ৩২ বছর ধরে ক্ষমতা আঁকড়ে রয়েছে। এর আগে সালেহি জানান, তিনি ২০১৩ সালে অনুষ্ঠেয় নির্বাচনের প্রেসিডেন্ট পদে আর দাঁড়াবেন না। তিনি তীব্র বিক্ষোভের মুখে প্রতিটি রক্তবিন্দু দিয়ে ক্ষমতায় থাকার দৃঢ়তা ব্যক্ত করেন।

বাংলাদেশ সময়: ১৪৫৯ ঘণ্টা, মার্চ ১৯, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।