ওসাকা: জাপানের ফুকুশিমা পরমাণু বিদ্যুৎকেন্দ্রের দক্ষিণে ইব্রাকি অঞ্চলে শনিবার আবারও শক্তিশালী ৬ দশমিক ১ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। তবে কোনো সুনামি সতর্কতা জারি করা হয়নি।
জাপানের আবহাওয়া বিভাগ জানায়, ভূমিকম্পের সময় রাজধানী টোকিওর বিভিন্ন ভবন কেঁপে ওঠে। তবে কোনো ক্ষয়ক্ষতি হয়নি। সরকারি টেলিভিশন এনএইচকে জানায়, রাজধানীর নারিতা বিমানবন্দরের সব ফ্লাইট সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে।
গত ১১ মার্চ দেশটির উত্তর-পূর্ব অঞ্চলে ৮ দশমিক ৯ মাত্রার ভূমিকম্পের ফলে সৃষ্ট সুনামিতে রাজধানীসহ পুরো এলাকা লন্ডভন্ড হয়ে যায়। এমনকি এ ঘটনায় ফুকুশিমা পরমাণু বিদ্যুৎকেন্দ্র পর্যন্ত ভয়াবহ বিপর্যয়ের মুখে পড়ে।
বাংলাদেশ সময়: ১৬৪২ ঘণ্টা, মার্চ ১৯, ২০১১