ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

টোকিওতে ট্যাপের পানিতে তেজষ্ক্রিয় পদার্থ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৩ ঘণ্টা, মার্চ ১৯, ২০১১
টোকিওতে ট্যাপের পানিতে তেজষ্ক্রিয় পদার্থ

ওসাকা: টোকিওতে ট্যাপের পানিতে তেজষ্ক্রিয় পদার্থ সনাক্ত করা হয়েছে। তবে তা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর না বলে শনিবার জানায় জাপানি সরকার।

খবর এএফপির।

এছাড়া গুনমা, তোচিগি, সাইতামা, চিবা ও নিগাতা অঞ্চলের পানি সরবরাহে অস্বাভাবিক মাত্রার তেজষ্ক্রিয় পদার্থ সনাক্ত করা হয়েছে। তেজষ্ক্রিয়তার স্তর পর্যবেক্ষণকারী জাপানের বিজ্ঞান মন্ত্রণালয়ের এ তথ্য জানায়।

এর আগে সরকার জানিয়েছিল, আবহম-লে অস্বাভাবিক মাত্রার তেজষ্ক্রিয় পদার্থ রয়েছে। তবে তা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর নয়।

আন্তর্জাতিক পরমাণু পর্যবেক্ষণ সংস্থা আইএইএর প্রধান ফুকুশিমা পরমাণু বিদ্যুৎকেন্দ্রের পরিস্থিতি পর্যবেক্ষণ করতে গত শুক্রবার জাপান সফরে যান। সেখানে তিনি প্রধানমন্ত্রী নাওতো কানসহ কর্মকর্তাতের সঙ্গে সাক্ষাৎ করেন। একইদিন জাপান পরমাণুর বিপদমাত্রা চার থেকে বাড়িয়ে পাঁচে নিয়ে উন্নীত করে। আন্তর্জাতিক বিধি অনুযায়ী, সর্বোচ্চ বিপদমাত্রা হচ্ছে সাত।

বাংলাদেশ সময়: ১৮২০ ঘণ্টা, মার্চ ১৯, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।