নয়াদিল্লি: মিশরের সরকার বিরোধী অভ্যুত্থানে অংশ নেওয়া লাখো তরুণকে অনুপ্রাণিত করেছেন ভারতবর্ষের বিখ্যাত অহিংসা আন্দোলনের প্রয়াত নেতা মহাত্মা গান্ধী। মিশরের প্রেসিডেন্ট পদপ্রার্থী নোবেল জয়ী মোহাম্মাদ আলবারাদি এ কথা বলেন।
শুক্রবার রাতে তিনি বলেন, বিক্ষোভের সময় মিশরের তরুণদের কাছে অহিংসা আন্দোলনের মডেল তুলে ধরা হয়। আলবারাদি বলেন, ‘আমি বিক্ষোভকারীদের গান্ধীর কথা বলেছি। বলেছি কিভাবে তিনি ব্রিটিম ঔপনিবেশিক শাসকদের দেশ থেকে বিতাড়ন করেছেন। গান্ধীর অহিংসা আন্দোলন স্বাধীনতার পথে আমাদের পরিভ্রমণে সহায়তা করেছে। ’
তিনি এও বলেন, ‘ইন্টারনেট ছাড়া কোনো বিপ্লব হতো না। এই বিপ্লবে ইন্টারনেট মূল ভূমিকা (ব্রেইনচাইল্ড) পালন করেছে। ’
সংবিধান সংশোধনে শনিবার মিশরে গণভোট শুরু হয়েছে। গত কয়েক দশকের মধ্যে প্রথমবারের মতো মিশরের স্বাদ পেল মিশরীয়রা। আলবারাদি বলেন, ‘মানুষ চায় নির্বাচন। আর বাতাসে পরিবর্তনের হাওয়া বইছে। ’
আলবারাদি ২০০৫ সালে নোবেল শান্তি পুরস্কার পেয়েছেন। তিনি জাতিসংঘের পরমাণু পর্যবেক্ষণ সংস্থা আইএইএর প্রধানের দায়িত্ব পালন করেছেন।
বাংলাদেশ সময়: ১৮৪২ ঘণ্টা, মার্চ ১৯, ২০১১