ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

কাশ্মিরে পুলিশ-জঙ্গি বন্দুকযুদ্ধে নিহত ২

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৯ ঘণ্টা, মার্চ ১৯, ২০১১

শ্রীনগর: ভারতনিয়ন্ত্রিত কাশ্মীরে শনিবার পুলিশ ও সন্দেহভাজন জঙ্গির বন্দুকযুদ্ধে দুই ব্যক্তি নিহত হয়েছে। নিহত ব্যক্তিদের একজন নিরাপত্তা বাহিনীর সদস্য এবং অপরজন সন্দেহভাজন জঙ্গি।



পুলিশ জানায়, দুই সপ্তাহের কম সময়ের ব্যবধানে মুসলিম বিক্ষোভকারীদের হামলায় নয়জন নিহত হয়েছে।

হিমালয় অঞ্চলে কাশ্মীরের গ্রীষ্মকালীন রাজধানী শ্রীনগরে নিরাপত্তা বাহিনীর সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষে এই হতাহতের ঘটনা ঘটে।

স্থানীয় পুলিশের উর্ধ্বতন কর্মকর্তা মুুমতাজ আহমেদ বার্তা সংস্থা এএফপিকে বলেন, ‘আমরা একজন চিহ্ণিত জঙ্গিকে হত্যা করেছি। ’ নিহত ওই জঙ্গি নিরাপত্তা বাহিনীর ওপর একাধিক হামলা চালানোর পরিকল্পনা করেছিল বলেও উল্লেখ করেন ওই কর্মকর্তা।

কাশ্মীরের জঙ্গিরা নয়াদিল্লির শাসনের বিরুদ্ধে এবং স্বাধীনতার দাবিতে দীর্ঘ দুই দশক ধরে সংগ্রাম চালিয়ে আসছে।

সেই ১৯৪৭ সালে দেশ ভাগের পর থেকে প্রতিবেশী দুই দেশ ভারত, পাকিস্তানের মধ্যে কাশ্মীরের নিয়ন্ত্রণ নিয়ে দ্বন্দ্ব চলছে।  

বাংলাদেশ সময়: ১৬২২ ঘণ্টা, মার্চ ১৯, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।