ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

গাদ্দাফির কার্যালয়ের কাছে হামলা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৪ ঘণ্টা, মার্চ ২০, ২০১১
গাদ্দাফির কার্যালয়ের কাছে হামলা

ত্রিপোলি: লিবিয়ায় স্বৈরশাসক মুয়াম্মার গাদ্দাফির ত্রিপোলির প্রধানকার্যালয়ের কাছে রোববার সকালে গাদ্দাফি বিরোধী যৌথ বাহিনী বিমান থেকে বোমা হামলা চালিয়েছে। গাদ্দাফি বাহিনী যেন পাল্টা বিমান হামলা চালাতে না পারে , এজন্য বিরোধীরা বিমান থেকে অনবরত বোমা নিক্ষেপ করে।

বার্তা সংস্থা এএফপির একজন প্রতিবেদক এ তথ্য জানান।

এদিকে ত্রিপোলির দক্ষিণাঞ্চলের বাব আল-আজিজিয়াহর প্রধান কার্যালয়ে বোমা বিস্ফোরিত হয়।

আসলে কোন স্থাপনা  বিমান হামলার লক্ষ্যবস্তু ছিল তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।

উল্লেখ্য, লিবিয়ায় চার দশক ক্ষমতা আকঁড়ে থাকা প্রেসিডেন্ট গাদ্দাফিকে ক্ষমতাচ্যুত করতে দেশটিতে যৌথভাবে হামলা শুরু করেছে আন্তর্জাতিক মহল।

বাংলাদেশ সময়: ১১৩৭ ঘণ্টা, মার্চ ২০, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।