ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

লিবিয়ায় বিমান হামলায় চীনের দুঃখ প্রকাশ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৭ ঘণ্টা, মার্চ ২০, ২০১১
লিবিয়ায় বিমান হামলায় চীনের দুঃখ প্রকাশ

বেইজিং: লিবিয়ায় আন্তর্জাতিক বাহিনীর বিমান হামলায় দুঃখ প্রকাশ করেছে চীন। এক বিবৃতিতে রোববার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে অন্য দেশের ওপর চাপ দেওয়ার বিরোধীতা করে।



বিবৃতিতে বলা হয়, লিবিয়ার সর্বশেষ পরিস্থিতি নিবিড় পর্যবেক্ষন করছে চীন এবং একই সঙ্গে দেশটিতে
সামরিক হামলায় দুঃখ প্রকাশ করেছে।

বিবৃতিতে চীন আশা প্রকাশ করে, যত দ্রুত সম্ভব লিবিয়ায় দ্বন্দ্ব মিটিয়ে স্থিতিশীলতা ফিরে আসবে এবং জনগণের জানমালের ক্ষয়ক্ষতি বন্ধ হবে।

লিবিয়ার স্বৈরশাসক মুয়াম্মার গাদ্দাফিকে ক্ষমতাচ্যুত করতে তার বাহিনীর বিরুদ্ধে যুক্তরাষ্ট্র, ফ্রান্স, ব্রিটেন এবং আরব বিশে^র দেশগুলো যৌথভাবে শনিবার থেকে বিমান হামলা শুরু করেছে।

এরআগে লিবিয়ার জনগণকে গাদ্দাফি বাহিনীর হামলা থেকে রক্ষার জন্য জাতিসংঘের নিরাপত্তা পরিষদে লিবিয়ার ওপর নো ফ্লাই জোন আরোপের সিদ্ধান্ত নেওয়া হয়।

বাংলাদেশ সময়: ১৩১৪ ঘণ্টা, মার্চ ২০, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।