কিতাকামি: জাপানে ভয়াবহ ভূমিকম্প এবং ভূমিকম্প পরবর্তী সুনামিতে নিহত বা নিখোঁজের সংখ্যা বেড়ে ২০ হাজারে পৌঁছেছে। একইসঙ্গে রোববারও কর্মীদের বিধ্বস্ত পরমাণু চুল্লী ঠান্ডা করার কাজ অব্যাহত ছিলো।
খাদ্যদ্রব্য এবং টোকিওর পানির আয়োডিনে পরমাণু তেজস্ত্রিয়তার উপস্থিতি জনগণের মধ্যে আতঙ্ক সৃষ্টি করে। তবে তা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর নয় বলে কর্তৃপক্ষ নিশ্চিত করেছেন।
গত ১১ মার্চের প্রলয়ঙ্কারী ভূমিকম্প এবং সুনামিতে দেশটির ফুকুশিমার এক নম্বর পরমাণু কেন্দ্রটি বিধ্বস্ত হয়। জাপানে ১৯২৩ সালের পর সংঘটিত ভয়াবহ এ প্রাকৃতিক দুর্যোগে এ পর্যন্ত ৮ হাজার ১৩৩ জনের নিশ্চিত মৃত্যুর খবর পাওয়া গেছে।
এছাড়া আরও ১২ হাজার ২৭২ জন নিখোঁজ আছেন। সুনামিতে ভেসে গিয়ে বা ধ্বংস্তূপের নিচে চাপা পড়ে তাদের মৃত্যু হয়ে থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
এদিকে প্রাকৃতিক দুর্যোগে দেশটির প্রায় এক লাখ শিশু গৃহহীন হয়েছে বলে সেভ দ্য চিলড্রেন জানায়। এসব গৃহহীন শিশুরা বর্তমানে অমানবিক জীবন যাপন করছে বলে জাপানের সুনামি আক্রান্ত এলাকা পরিদর্শন করে সংস্থাটির মুখপাত্র ইয়ান ওলভার্টন জানান।
বাংলাদেশ সময়: ১৩৩৬ ঘণ্টা, মার্চ ২০, ২০১১