ঢাকা, মঙ্গলবার, ২১ শ্রাবণ ১৪৩২, ০৫ আগস্ট ২০২৫, ১০ সফর ১৪৪৭

আন্তর্জাতিক

জাপানে পরমাণু বিদ্যুৎকেন্দ্রে আবারও পানি ঢালা শুরু

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৩১, মার্চ ২০, ২০১১
জাপানে পরমাণু বিদ্যুৎকেন্দ্রে আবারও পানি ঢালা শুরু

টোকিও: কয়েক ঘণ্টা বিরতির পর রোববার সকালে আবারও পানি ঢালা শুরু হয়েছে জাপানের ক্ষতিগ্রস্ত পরমাণুবিক বিদ্যুৎকেন্দ্রে। পরমাণু বিপর্যয় ঠেকাতে দেশটি প্রাণপণ চেষ্টা করে যাচ্ছে।

খবর এএফপির।

জাতীয় প্রতিরক্ষা বিভাগের দমকল বাহিনীর কর্মীরা ক্ষতিগ্রস্ত ফুকুশিমা পরমাণু কেন্দ্রের চার নম্বর চুল্লিতে তাপমাত্রা কমানোর লক্ষ্যে স্থানীয় সময় সকাল নয়টায় পানি ঢালা শুরু করেছে। পরমাণু নিরাপত্তা সংস্থার একজন কর্মকর্তা এ কথা জানান।

টোকিওর দমকল বিভাগ এর আগে তিন নম্বর চুল্লিতে ১৩ ঘণ্টাব্যাপী পানি ঢালার অভিযান শনিবার স্থানীয় সময় তিনটা ৪০ মিনিটে শেষ করেছে। রোববার আবার সেখানে পানি ঢালার কাজ শুরু হবে।

কর্মকর্তারা এবং স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, শনিবার দমকলকর্মীরা মানুষবিহীন যান থেকে ২,০০০ টন পানি নিক্ষেপ করেছে এবং ৫০ জন দমকলকর্মী পানি ঢালার জন্য সেখানে বিশেষ স্থাপনা তৈরি করেছে।               

টোকিও দমকল বিভাগের মুখপাত্র কাজুইয়া কুয়াজুকা বলেন, রোববার আবার অভিযান শুরু হবে। তেজস্ক্রিয়তার ক্ষতি এড়াতে কোনো দমকলকর্মীই সরাসরি অপারেশনে অংশ নিচ্ছে না।    

গত ১১ মার্চ প্রলয়ংকরী ভূমিকম্প এবং সুনামিতে যে চারটি পারমাণবিক কেন্দ্র ক্ষতিগ্রস্ত হয়েছিল তার একটি টোকিওর ১৫০ মাইল উত্তরপূর্বে অবস্থিত।

বাংলাদেশ সময়: ১৫২৮ ঘণ্টা, মার্চ ২০,২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।