ওসাকা: স্মরণকালের ভয়াবহ ভূমিকম্প ও সুনামিতে জাপানে ধ্বংসস্তুপের নিচ থেকে দীর্ঘ নয় দিন পর জীবিত দুইজনকে উদ্ধার করা হয়েছে। খবর এএফপির।
ইসিনোমাকি শহর থেকে রোববার উদ্ধার করা দুইজনের মধ্যে একজন ৮০ বছর বয়সী নারী এবং অন্যজন ১৬ বছরের কিশোর। পুলিশ সূত্রে এ তথ্য জানা গেছে।
পুলিশ জানায়, উদ্ধার হওয়া দুইজনের শরীরের তাপমাত্রা খুবই কম ছিল। তবে তারা কেউই অচেতন ছিলেন না। চিকিৎসার জন্য হাসপাতালে তাদের ভর্তি করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৬৪১ ঘণ্টা, মার্চ ২০, ২০১১