ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

হোয়াইট হাউসের সামনে শতাধিক বিক্ষোভকারী গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৩ ঘণ্টা, মার্চ ২০, ২০১১

ওয়াশিংটন: হোয়াইট হাউসের সামনে শনিবার শতাধিক যুদ্ধবিরোধী বিক্ষোভকারীকে গ্রেপ্তার করা হয়েছে। তারা ইরাকে মার্কিন আগ্রাসনের অষ্টমবর্ষ পালনের অনুষ্ঠানে জমায়েত হন।

খবর ফক্সনিউজের।

এদের মধ্যে ১৯৭১ সালে ভিয়েতনাম যুদ্ধ নিয়ে পেন্টাগনের গোপন তথ্য ফাঁসকারী সাবেক সেনা বিশ্লেষক ড্যানিয়েল এলসবার্গও রয়েছেন। এলসবার্গের ফাঁস করা তথ্য সেই সময়ে গুরুত্বপূর্ণ সব দৈনিকে প্রকাশিত হলে ব্যাপক আলোড়ন তৈরি হয়। ইরাকে মার্কিন আগ্রাসনের ৮ বছর পূর্তি উপলক্ষে এক প্রতিবাদ চলাকালে তাদের আটক করা হয়।

নিউইয়র্ক সিটিতে টাইমস স্কয়ারে যুক্তরাষ্ট্রের সেনা সদস্য নিয়োগ কেন্দ্রের কাছে প্রায় ৮০ জন বিক্ষোভকারী জড়ো হয়ে ‘যুদ্ধ চাই না’ এরকম শ্লোগান দেয়। এসময় তারা ‘আমরা যুদ্ধের জন্য কেন কর দিবো’ লেখা সংবলিত ব্যানার বহন করছিলেন। শিকাগো, সান ফ্রান্সিকো ছাড়া আরো অনেক শহরে এরকম বিক্ষোভ হয়।

বাংলাদেশ সময়: ১৮৩২ ঘণ্টা, মার্চ ২০, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।