ঢাকা, মঙ্গলবার, ২১ শ্রাবণ ১৪৩২, ০৫ আগস্ট ২০২৫, ১০ সফর ১৪৪৭

আন্তর্জাতিক

লিবিয়া: বিদ্রোহীরা গাদ্দাফির সঙ্গে যোগ দিতে পারে

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:৫১, মার্চ ২০, ২০১১
লিবিয়া: বিদ্রোহীরা গাদ্দাফির সঙ্গে যোগ দিতে পারে

ত্রিপোলি: লিবিয়ার ওপর যুক্তরাষ্ট্র এবং তার মিত্রদের নৌ ও বিমান হামলার ঘটনায় দেশটির বিক্ষোভকারীদের স্বৈরশাসক মুয়াম্মার গাদ্দাফির বাহিনীর সঙ্গে যোগ দিতে অনুপ্রাণিত করতে পারে। লিবিয়ার এক সেনা কূটনীতিক রোববার ফোনে রিয়া নভোস্তির কাছে এ মন্তব্য করেন।



একইসঙ্গে এ হামলার কারণে বিক্ষোভকারীদের মধ্যেও অনেক হতাহতের ঘটনা ঘটবে বলেও মন্তব্য করেন এ বিশেষজ্ঞ।

তিনি বলেন, ‘লিবিয়ার বর্তমান পরিস্থিতি খুবই জটিল। সংঘাতে লিপ্ত দলগুলো একে অপর থেকে খুব কম দূরত্বে অবস্থান করছে এবং লিবিয়ার ওপর ন্যাটোভুক্ত দেশগুলোর হামলা এখানে বিপরীতমুখী প্রভাব ফেলতে পারে। অর্থাৎ এর ফলে বিরোধী দল ও বিক্ষোভকারীরা গাদ্দাফি বাহিনীর সঙ্গে যোগ দিতে পারে। ’

গাদ্দাফির ৪০ বছরের শাসনের অবসানের উদ্দেশ্যে শনিবার মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রিটেন, ফ্রান্স, ইতালি, কানাডাসহ বিভিন্ন দেশ লিবিয়ায় হামলা শুরু করে।

অপারেশন ‘ওডিসি ডন’ নামের এ হামলায় মার্কিন বিমানবাহী রণতরী থেকে লিবিয়ার বিমান প্রতিরক্ষা স্থাপনায় এরইমধ্যে ১১০টি টমাহক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। পেন্টাগন থেকে এটা জানানো হয়।  

যৌথ বাহিনীর হামলায় এ পর্যন্ত কমপক্ষে ৫০ জন বেসামরিক নাগরিক নিহত ও ১৫০ জনেরও বেশি আহত হয়েছেন বলে লিবিয়ার সরকারি টেলিভিশন জানায়। একইসঙ্গে স্বাস্থ্যকেন্দ্র ও বিদ্যালয়ের মতো অনেক অবকাঠামো ধ্বংস হয়েছে বলেও জানা যায়।

বাংলাদেশ সময়: ১৮৪৩ ঘণ্টা, মার্চ ২০, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।