ঢাকা: সাবেক মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ ও বর্তমান প্রেসিডেন্ট বারাক ওবামার মধ্যে যুদ্ধের ব্যাপারে ‘অদ্ভুত’ মিল পাওয়া গেছে। কাকতালীয় হলেও আট বছরের ব্যবধানে একই তারিখে (১৯ মার্চ) এ দুই প্রেসিডেন্ট দুটি পৃথক যুদ্ধের ঘোষণা দেন।
১৯ মার্চ, ২০১১
বারাক ওবামা: ‘আজ আমরা একটি বৃহৎ জোটের অংশ। হুমকির মুখে পড়া বহু মানুষের আহ্বানের প্রতি সাড়া দিতে যাচ্ছি। আর যুক্তরাষ্ট্র ও বিশ্বের স্বার্থেই আমরা এই কাজ করছি। ’ লিবিয়ায় সামরিক হামলা লিবিয়ার বিরুদ্ধে সামরিক হামলায় যুক্তরাষ্ট্রের সমর্থন ব্যক্ত করে ওবামা হোয়াইট হাউসে শনিবার এ বক্তব্য দেন।
১৯ মার্চ, ২০০৩
জর্জ ডব্লিউ বুশ: ‘আমেরিকান ও জোট বাহিনী ইরাককে নিরস্ত্র করার সামরিক অভিযানের প্রাথমিক পর্যায়ে রয়েছে। ইরাকের জনগণকে মুক্ত করতে এবং ভয়াবহ বিপদের হাত থেকে বিশ্বকে রক্ষা করতে আমরা এ অভিযান চালাচ্ছি। ’ ইরাকের বিরুদ্ধে সামরিক হামলার আগ মুহূর্তে তৎকালীন জর্জ বুশ হোয়াইট হাউসে এ কথা বলেন।
মূল সাদৃশ্য হচ্ছে, মার্কিন এই দুই প্রেসিডেন্ট উভয়ক্ষেত্রেই জনগণ ও বিশ্বকে রক্ষার কথা বলে যুদ্ধ শুরু করেন।
বাংলাদেশ সময়: ২০১৮ ঘণ্টা, মার্চ ২০, ২০১১