ঢাকা, মঙ্গলবার, ২১ শ্রাবণ ১৪৩২, ০৫ আগস্ট ২০২৫, ১০ সফর ১৪৪৭

আন্তর্জাতিক

লিবিয়াতে রণতরী পাঠাচ্ছে ফ্রান্স

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:৫০, মার্চ ২০, ২০১১
লিবিয়াতে রণতরী পাঠাচ্ছে ফ্রান্স

প্যারিস: ফ্রান্স রোববার লিবিয়াতে বিমানবাহী রণতরী ‘শার্ল দ্য গল’ পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে। মুয়াম্মার গাদ্দাফির বিরুদ্ধে পশ্চিমাদের সামরিক পদক্ষেপে সহায়তা করতে ফ্রান্স এই রণতরী পাঠানের সিদ্ধান্ত নিল।

খবর এএফপির।      

ফ্রান্সের পতাকাবাহী এই রণতরী দক্ষিণের তুলোঁ নৌবন্দর থেকে লিবিয়ার উদ্দেশে যাত্রা করে। ফ্রান্সের সরকারি কর্মকর্তারা জানান, সমুদ্রপথে শার্লস দ্য গলের লিবিয়ার উপকূলে পৌঁছতে ২৪ ঘণ্টা লাগবে। তবে রণতরীতে যুদ্ধজাহাজসহ প্রয়োজনীয় সরঞ্জামাদি নিতে ৩৬ থেকে ৪৮ ঘণ্টা লেগে যেতে পারে।

বাংলাদেশ সময়: ১৭৩১ ঘণ্টা, মার্চ ২০, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।