ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ত্রিপোলিতে পশ্চিমাদের বিমান হামলা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৩৩ ঘণ্টা, মার্চ ২১, ২০১১
ত্রিপোলিতে পশ্চিমাদের বিমান হামলা

ত্রিপোলি: মার্কিন, ব্রিটেন এবং ফ্রান্সের যৌথ বাহিনী রোববারের শেষ দিকে লিবিয়ার রাজধানী ত্রিপোলিতে বিমান হামলা চালিয়েছে। এ সময় বোমা বিস্ফোরণের প্রচণ্ড শব্দ শোনা গেছে।

তবে কেউ হতাহত হয়েছেন কিনা তা জানা যায়নি।

প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, যে এলাকায় লিবিয়ার স্বৈরশাসক মুয়াম্মার গাদ্দাফি বাস করেন, সেখান থেকে প্রচণ্ড বেগে বিস্ফোরণের শব্দ পাওয়া যায়। এ ছাড়া সেখান থেকে ধোঁয়া উঠতে দেখা যায় বলে বিবিসির এক সাংবাদিক জানিয়েছে।

তবে মার্কিন বাহিনীর এক সামরিক কর্মকর্তা সংবাদমাধ্যমকে জানান, মিত্র বাহিনী কর্নেল গাদ্দাফির বাসভবন লক্ষ করে কোনো হামলা চালায়নি।

বিবিসি-র প্রতিবেদক জানান, কর্নেল গাদ্দাফি বাব আল-আজিজিয়ার যে সামরিক ছাউনিতে থাকেন, তার কাছ থেকেই তিনি ধোঁয়া উঠতে দেখেছেন।

তিনি জানান, ধারণা করা হচ্ছে, গাদ্দাফির বাসস্থান লক্ষ্য করে এ হামলা চালানো হয়নি। তবে তার পাশে বিমান-বিধ্বংসী ভারী অস্ত্র লক্ষ্য করে এ হামলা চালানো হয়েছে।

এদিকে, ইউএস ভাইস এডমিরাল উইলিয়াম গোর্টনে রোববার এক বিবৃতিতে বলেছেন, শাস্তিটি যথাযথই হয়েছে এবং লিবিয়া থেকে নতুন করে কোনো বিমান হামলা চালানো হয়নি। ’

তিনি আরো বলেন, ‘বেনগাজি এখনো হামলা থেকে পুরোপুরি নিরাপদ নয়, তবে গতকালের চেয়ে ভয় অনেকটা কমেছে। ’

উইলিয়াম গোর্টনে বলেন, ‘আমরা বিশ্বাস করি যে, গাদ্দাফি-বাহিনী এখন অনেক চাপের মুখে এবং তারা বিচ্ছিন্ন ও দ্বিধা-দ্বন্দ্বে ভুগছে। ’

বিবিসি জানায়, মার্কিন নেতৃত্বাধীন যুক্তরাজ্য এবং ফ্রান্সের বিমান বাহিনী রোববারের শেষ মুহূর্তে লিবিয়ার রাজধানী ত্রিপোলিতে আবারও বিমান হামলা চালালো। এর আগে ফ্রান্সের বিমান বহর রোববার লিবিয়ার উপর মহড়া দেয়।

বাংলাদেশ সময়: ০৪০০ ঘণ্টা, মার্চ ২১, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।