ঢাকা: আরব সাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘নিলোফার’ বর্তমানে আরো ঘনীভূত হচ্ছে। এদিকে, নিলোফারের কারণে ভারতের গুজরাটে সতর্কতা জারি করা হয়েছে।
মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট অব ইন্ডিয়া এ তথ্য জানিয়েছে।
মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট জানাচ্ছে, নিলোফার আরো তীব্র আকার ধারণ করে ঘূর্ণিঝড়ে পরিণত হয়ে উপকূলীয় এলাকায় আঘাত হানবে। এর সঙ্গে ভারী বর্ষণও হবে। এর খানিক প্রভাব পড়তে পারে পাকিস্তান উপকূলেও।
ঘূর্ণিঝড়টি আগামী ৩১ অক্টোবর (শুক্রবার) সকালে ভারতের কুচ জেলার আঘাত হানবে। এ সময় বাতাসে ঝড়ের গতিবেগ হবে ঘণ্টায় সর্বোচ্চ ১৪৫ কিলোমিটার।
মূল অভিমুখ ওমান উপকূলের দিকে হলেও দিক পরিবর্তনের আশঙ্কায় আরব সাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় নিলোফার মোকাবেলায় এরই মধ্যে প্রস্তুতি শুরু করেছে গুজরাটের প্রশাসন।
এর আগে এ মাসেই ঘূর্ণিঝড় ‘হুদহুদ’ ভারতের মধ্য পূর্বাঞ্চলে আঘাত হানে। হুদহুদের আঘাতে সে সময় ৪০ জনের প্রাণহানি হয়।
মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট জানাচ্ছে, নিলোফার বর্তমানে পশ্চিম-মধ্য আরব সাগর অতিক্রম করেছে। এটি এখন নালিয়া গ্রাম থেকে এক হাজার এক ৭০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছে। দক্ষিণ-দক্ষিণপশ্চিম কুচের এক হাজার দুইশ ৩০ কিলোমিটার ও ওমান থেকে আটশ ৮০ কিলোমিটার দূরে অবস্থান করছে।
বাংলাদেশ সময়: ০৯১৭ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১৪/আপডেট: ০৯৪৭ ঘণ্টা