ঢাকা: পশ্চিম আফ্রিকার দেশ নাইজারে কলেরার প্রাদুর্ভাবে এখন পর্যন্ত ৫১ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ। এ বছরের জুন মাসে দেশটিতে কলেরার প্রাদুর্ভাব দেখা দেয়ার পর চলতি সেপ্টেম্বর মাসেই প্রাণ হারান ৩৮ জন।
সোমবার নাইজারের রাজধানী নিয়ামি থেকে নিজেদের ওয়েবসাইটে এ তথ্য জানিয়েছে দেশটিতে নিয়োজিত জাতিসংঘের ত্রাণ সংস্থা কোঅর্ডিনেশন অব হিউমানিটারিয়ান অ্যাফেয়ার্স (ওসিএইচএ)।
গত জুন মাসে নাইজার নদীর অববাহিকায় ব্যাপক বন্যার কারণে দেশটিতে কলেরার প্রাদুর্ভাব দেখা দেয়। তবে কলেরায় সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে দক্ষিণ পূর্বাঞ্চলীয় ডিফা অঞ্চল। গত ২০১৩ সাল থেকে সেখানে অবস্থান করছেন প্রায় ১ লাখ নাইজেরীয় শরণার্থী। বোকো হারামের সঙ্গে নাইজেরিয়ার সরকারি সেনাদের সংঘর্ষের জেরে প্রাণভয়ে পালিয়ে এখানে আশ্রয় নেয় শরণার্থীরা।
বেশিরভাগ শরণার্থীই ডিফা এলাকার লেক চাদ নামে অভিহিত একটি দ্বীপে আশ্রয় নেয়, যেখানে বিশুদ্ধ খাবার পানি এবং উপযুক্ত স্যানিটেশন ব্যবস্থার ব্যাপক সঙ্কট। এ সব কারণেই সেখানে কলেরায় ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করছেন ত্রাণকর্মীরা।
বাংলাদেশ সময়: ১৫৩৭ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০১৪