কাবুল: আফগানিস্তানের সাতটি অঞ্চলের নিয়ন্ত্রণ বহুজাতিক ন্যাটো সেনাদের নিয়ন্ত্রণ আফগান সামরিক বাহিনীর হাতে তুলে দেওয়া হচ্ছে। দেশটির প্রেসিডেন্ট হামিদ কারজাই এ তথ্য জানান।
এসংক্রান্ত হস্তান্তরের প্রক্রিয়া আগামী জুলাইয়ে শুরু হবে। এসব অঞ্চল আফগানিস্তানের অন্যান্য অঞ্চলের চেয়ে অপেক্ষাকৃত শান্তিপূর্ণ। এলাকাগুলো হল কাবুল, পানজশির, বামিয়ান, হেরাত, মাজার-ই-শরিফ এবং মেহতারলাম। এর মধ্যে সহিংসতাপূর্ণ হেলমান্দ প্রদেশের রাজধানী লস্কর গাহ রয়েছে।
এই হস্তান্তর প্রক্রিয়াকে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। এ বিষয়ে কারজাই বলেন, ‘আফগানিস্তানের জনগণ দেশের নিরাপত্তার জন্য আর বিদেশিদের চায় না। ’
এই হস্তান্তর প্রক্রিয়া আফগানিস্তান থেকে বিদেশি সেনারা চলে যাওয়ার দীর্ঘ মেয়াদী পদক্ষেপের প্রথম উদ্যোগ।
কারজাই বলেন, এরপর বিদেশি সেনাদের দায়িত্ব হবে ওই এলাকার নিরাপত্তা বাহিনীকে প্রশিক্ষণ দেওয়া এবং সরঞ্জামাদি সরবরাহ করা। ন্যাটো বাহিনী যুদ্ধ থেকে বিরত থাকবে বলেও তিনি জানান।
বাংলাদেশ সময়: ২২২৫ ঘণ্টা, মার্চ ২২, ২০১১