ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

৯টি দেশ থেকে ধর্ম হারিয়ে যাবে

আর্ন্তজাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৪৮ ঘণ্টা, মার্চ ২২, ২০১১

ডালাস: গবেষকদের মতে, পৃথিবীর ৯টি দেশে ধীরে ধীরে ধর্ম বিলুপ্ত হয়ে যাবে। দেশগুলো হচ্ছে, অস্ট্রেলিয়া, অস্ট্রিয়া, কানাডা, চেক প্রজাতন্ত্র, ফিনল্যান্ড, আয়ারল্যান্ড, নেদারল্যান্ডস, নিউজিল্যান্ড এবং সুইজারল্যান্ড।



যুক্তরাষ্ট্রের ডালাসে আমেরিকান ফিজিক্যাল সোসাইটির বৈঠকে এই গবেষণা জরিপটি উপস্থাপন করা হয়। জরিপে দেখা যায়, উক্ত দেশগুলোতে ক্রমবর্ধমানহারে ধর্ম বিমুখতা বাড়ছে।

গবেষক দলের গাণিতিক মডেল ধর্ম বিষয়ে প্রশ্নের উত্তর এবং এর পেছনের আর্থ সামাজিক কারণ খোঁজার চেষ্টা করেছে। তারা ওই দেশগুলোতে অন্তত একশ বছর আগের তথ্য-উপাত্তও পর্যালোচনা করেছে।

বহুরৈখিক গতিবিদ্যার মাধ্যমে জটিল এইসব তথ্য উপাত্ত ব্যাখ্যা করা হয়েছে। গবেষকদলের মধ্যে যুক্তরাষ্ট্রের নর্থওয়েস্টার্ন বিশ্ববিদ্যালয়ের ড্যানিয়েল আব্রামসের একটি দল কাজ করেছে। বিশ্বের অপেক্ষাকৃত কম ব্যবহৃত ভাষার ওপর এই দল ২০০৩ সালে একই ধরনের একটি জরিপ করেছে।

গবেষণার সঙ্গে জড়িত অ্যারিজোনা বিশ্ববিদ্যালয়ের রিচার্ড উইনার বলেন, গবেষণার প্রক্রিয়াটি খুবই সোজা। উইনার বলেন, বিশ্বের আধুনিক গণতান্ত্রিক দেশগুলোতে ধর্মের সঙ্গে আর সম্পর্ক নেই--এভাবেই মানুষ নিজেদের ভাবতে পছন্দ করে।

এই গবেষণায় দেখা যায়, নেদারল্যান্ডসে ধর্মবিমুখ মানুষের সংখ্যা প্রায় ৪০ ভাগ। আর চেক প্রজাতন্ত্রে এই সংখ্যা প্রায় ৬০ ভাগ।

বাংলাদেশ সময়: ২২২৮ ঘণ্টা, মার্চ ২২, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।