ঢাকা, মঙ্গলবার, ২১ শ্রাবণ ১৪৩২, ০৫ আগস্ট ২০২৫, ১০ সফর ১৪৪৭

আন্তর্জাতিক

ধর্ষণ অভিযোগে ইসরাইলের সাবেক প্রেসিডেন্টের কারাদণ্ড

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২:৫০, মার্চ ২২, ২০১১
ধর্ষণ অভিযোগে ইসরাইলের সাবেক প্রেসিডেন্টের কারাদণ্ড

তেল আবিব: ধর্ষণের মামলায় ইসরায়েলের সাবেক প্রেসিডেন্ট মোশে কাটসাভকে দুই মেয়াদে সাত বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। খবর এএফপির।



রায় ঘোষণার সময় ৬৫ বছর বয়সী প্রেসিডেন্ট মোশে কাটসভ চিৎকার বলেন, ‘এই রায়ে মিথ্যার জয় হয়েছে। ’ তিনি এর বিরুদ্ধে আপিল করবেন বলেও জানান।

এছাড়া আদালত তাকে ২৮ হাজার মার্কিন ডলার আর্থিক জরিমানা করেছেন। অনাদায়ে আরও দুই বছরের কারাভোগের আদেশ দেয়া হয়েছে। রায় ঘোষণার পর তিনি আদালত থেকে বেরিয়ে এলে শত শত ফটোগ্রাফার এবং ক্যামেরাম্যান সাবেক প্রেসিডেন্টের একটি ছবি তোলার জন্য হুমড়ি খেয়ে পড়ে। মোশে কাটসভ ৪৫ দিনের মধ্যে এই রায়ের বিরুদ্ধে আপিলে করতে পারবেন।

গত বছর ডিসেম্বরে মোশে কাটসভের বিরুদ্ধে ধর্ষণ, যৌন হয়রানি বিচারকাজে বাধা দেওয়াসহ বেশ অভিযোগে দোষী সাব্যস্ত করা হয়।

গণমাধ্যমের খবরে বলা হয়, বিচারক রায় ঘোষণা করেন, যিনি ধর্ষণের শিকার হন, তার আত্মা মর্মপীড়ায় ক্ষতিগ্রস্ত হয়। সুতরাং অপরাধীর শাস্তি সুস্পস্ট হওয়া উচিত। তিনি আরো বলেন, কেউই আইনের উর্ধ্বে নয়।

বাংলাদেশ সময়: ২২৪৫ ঘণ্টা, মার্চ ২২, ২০১১   

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।