বেইজিং: চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম বুধবার লিবিয়ায় জাতিসংঘ সমর্থিত বাহিনীর হামলার তীব্র নিন্দা জানিয়েছে। পশ্চিমা শক্তি তেল ও বিশ্ব শাসনের স্বার্থ হাসিলের উদ্দেশ্যে এ হামলা চালায় বলেও অভিযোগ করে দেশটির সরকারি গণমাধ্যম।
এ বিষয়ে দ্য গ্লোবাল টাইম বলে, ‘বিমান হামলা মূলত গুটি কয়েক পশ্চিমা শক্তির নেওয়ার রাজনৈতিক সিদ্বান্ত এবং এর মধ্য দিয়ে এ বার্তাই প্রকাশিত হয় যে পশ্চিমা শক্তি এখনও বিশ্বকে শাসন করে যাচ্ছে। ’
‘শত শত বছর ধরে পশ্চিম বিশ্বকে শাসন করে আসছে এবং বিশ্বের উপর তাদের আধিপত্য বজায় রাখা এখনও দেশগুলোর প্রধান কৌশল। ’
চীনের ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির প্রধান মুখপাত্র দ্য পিপলস ডেইলি বুধবার বলে, ‘মধ্যপ্রাচ্যে পশ্চিমা বিশ্বের অধিকাংশ হামলারই মূল উদ্দেশ্য তেল এবং কৌশলগত অবস্থান অর্জন। ইরাকেও তেলের কারণে আক্রমণ করা হয় এবং লিবিয়াও এই একই কারণে হামলা চালানো হয়েছে। ’
এছাড়া গায়ের জোরে বিশ্বের সম্পদের উপর কৌশলগত নিয়ন্ত্রারোপের চেষ্টার জন্যও পশ্চিমকে অভিযুক্ত করা হয়।
চীন অব্যাহতভাবে লিবিয়ার সেনা হামলার সমালোচনা করে আসলেও জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রস্তাবে ভেটো দেয়নি। তবে একইসঙ্গে এতে ভোট দেওয়া থেকেও অস্বীকৃতি জানায় দেশটি।
মার্কিন যুক্তরাষ্ট্র, ফ্রান্স এবং ব্রিটেনের নেতৃত্বে শনিবার থেকে লিবিয়ায় বিমান হামলা শুরু হয়। মূলত লিবিয়ার বেসামরিক জনগণকে স্বৈরশাসক মুয়াম্মার গাদ্দাফির হামলা থেকে রক্ষা করা এবং দেশটিতে নো ফ্লাই জোন আরোপের উদ্দেশ্যেই জাতিসংঘের নিরাপত্তা পরিষদ এ হামলার অনুমতি দেয়।
কিন্তু এ হামলার কারণে বেসামরিক জনগণের মধ্যে অনেক হতাহতের ঘটনা ঘটে বলে দাবি করেন চীন সরকারের মুখপাত্র। একইসঙ্গে তিনি তাৎক্ষণিকভাবে অস্ত্র বিরতিরও আহ্বান জানান।
বাংলাদেশ সময়: ১৪১৪ ঘণ্টা, মার্চ ২৩, ২০১১