গাজা: অবরুদ্ধ গাজা উপত্যকায় মঙ্গলবার ইসরায়েলের রকেট ও বিমান হামলায় কমপে আটজন ফিলিস্তিনি নিহত এবং আরও ১২ জন আহত হয়েছেন। দুটি হামলায় গাজার পূর্বাঞ্চলে প্রাণহানির ঘটনা ঘটেছে বলে চিকিৎসা বিভাগ এবং জঙ্গি সূত্রে জানানো হয়।
এই হামলার ঘটনায় প্রতিবেশী দুই দেশের সীমান্ত অঞ্চলে বর্তমানে উত্তেজনা বিরাজ করছে।
নিহতদের মধ্যে ১১ ও ১৬ বছরের দুটি শিশুও আছে। এছাড়া সশস্ত্র সংগঠন ইসলামি জিহাদের চারজন সদস্যও এ হামলায় নিহত হয় বলে জঙ্গি সূত্রে জানা গেছে।
হামলার ঘটনা নিশ্চিত করে তারা জঙ্গিদের লক্ষ্য করে হামলা করে বলে ইসরায়েলের সেনাবাহিনী জানায় । জঙ্গিরা প্রায়ই ইসরায়েলের ভূখন্ডে রকেট হামলা চালায় বলেও সেনাবাহিনী জানায়।
এদিকে মঙ্গলবার এ হামলার তীব্র নিন্দা জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব বান কি মুন। বিবাদমান দুই দেশের প্রতি মানবাধিকার রক্ষা এবং জনগণের অধিকারের প্রতি সম্মান দেখানোর আহ্বান জানিয়েছেন তিনি।
বাংলাদেশ সময়: ১৪৪৬ ঘণ্টা, মার্চ ২৩, ২০১১