নয়াদিল্লি: সাহসিকতার পুরস্কার পাওয়ার আশায় নিজেই নিজেকে গুলি করেছেন ভারতের এক পুলিশ। তবে তার এ আশা পূরণ হয়নি।
ভারতের পূর্বাঞ্চলীয় প্রদেশ রাজস্থানের রাজধানী জয়পুরে একজন সাবেক রাজনীতিবিদের বাড়িতে প্রহরীর দায়িত্ব পালনের সময় অজ্ঞাত পরিচয় ছয় বন্ধুকধারী তাকে লক্ষ্য করে গুলি ছুঁড়ে বলে মহেশ রাজগুরু নামের ওই পুলিশ কর্মকর্তা দাবি করেন ।
রোববার রাতে গুলি করার পর তারা গাড়িতে করে দ্রুত পালিয়ে যায় বলে মহেশ রাজগুরুর উদ্ধৃতি দিয়ে প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়া (পিটিআই) জানায় ।
পুলিশের অতিরিক্ত কমিশনার অরুণ মাকয়া পিটিআইকে এ বিষয়ে বলেন, ‘জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তারা দ্রুত ঘটনাস্থলে ছুটে যান। কিন্তু অপরাধের ধরণ এবং ঘটনার বর্ণনা শুনে তাদের সন্দেহ হয়। ’
‘তবে এমন কোন ঘটনা ঘটেনি এবং অসম সাহসিকতার জন্য বীরত্বের পুরস্কার পাওয়ার উদ্দেশ্যে তিনি নিজেই নিজেকে গুলি করেন বলে পরবর্তীতে ওই পুলিশ কর্মকর্তা স্বীকার করেন। ’
এ ঘটনায় রাজগুরুর পাকস্থলী এবং হাতে তিনটি গুলি লাগে। তবে বর্তমানে জয়পুরের সরকারি সোয়াই মান সিং হাসপাতালে চিকিৎসাধীন এ পুলিশ কর্মকর্তার অবস্থা আশঙ্কামুক্ত বলে জানা যায়।
বাংলাদেশ সময়: ১৪৫৩ ঘণ্টা, মার্চ ২৩, ২০১১