কলকাতা: পশ্চিমবঙ্গে আসন্ন বিধানভা নির্বাচন শান্তিপূর্ণ হবে বলে মনে করেন ভারতের মুখ্য নির্বাচন কমিশনার এস ওয়াই কুরেশি।
বুধবার বিকাল ৪টায় কলকাতায় এক সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।
কুরেশি বলেন, ‘আমরা পশ্চিমবঙ্গে ভোট শান্তিতে করতে বেশ আত্মবিশ্বাসী। এখানকার সব রাজনৈতিক দলের সঙ্গে কথা হয়েছে। নিরপেক্ষতা বজায় রেখে ভোট হবে। ’
তিনি বলেন, বিভিন্ন কারণে রাজনৈতিক দলগুলো ভোটের প্রচারণার সময় কম পাচ্ছেন বলে অভিযোগ করেছেন। এ বিষয়ে আমরা বিভিন্ন সংবাদ মাধ্যমকে অনুরোধ করছি তাদের সময় দেওয়ার জন্য।
প্রয়োজনে ভারতের রাষ্ট্রীয় প্রচারমাধ্যম দূরদর্শনকে ব্যবহার করা যেতে পারে বলেও অভিমত প্রকাশ করেন কুরেশি।
তবে নির্দিষ্টভাবে প্রশাসনের কিছু কর্মকর্তাদের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ পাওয়া গেছে বলে স্বীকার করেন কুরেশি।
তিনি বলেন, ‘নিরপেক্ষতা প্রশ্নে আমরা তাদের সর্তক করেছি। ’
জামিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা থাকলে অনেককে গ্রেপ্তার করা হলেও একই দোষে দুষ্ট মমতা বন্দ্যোপাধ্যায়কে কেন গ্রেপ্তার করা হচ্ছে নাÑ এ প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘তার বিরুদ্ধে অভিযোগের বিষয়টি খতিয়ে দেখা হবে। ’
নির্বাচনকে শান্তিপূর্ণ করতে নির্বাচন কমিশনের পক্ষ থেকে ১৩টি রাজ্যের পুলিশ পর্যবেক্ষক আনা হচ্ছে। থাকছে প্রতিটি বুথে মাইক্রো পর্যবেক্ষক। র্স্পশকাতর এলাকাগুলোতে ১৩ জন ডিআইজি পদমর্যাদার পুলিশ কর্মকর্তা সার্বক্ষণিক দায়িত্বে থাকছেন বলে নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে ।
বাংলাদেশ সময়: ১৭০২ ঘণ্টা, মার্চ ২৩, ২০১১