ওসাকা: জাপানের রাজধানী টোকিওতে তেজস্ক্রিয়তা আতঙ্কে ২৫টি দেশ তাদের নিজ নিজ দূতাবাস সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে। ভূমিকম্প এবং ভূমিকম্প পরবর্তী সুনামিতে পারমাণবিক চুল্লি ক্ষতিগ্রস্ত হয়ে তেজস্ক্রিয়তা ছড়িয়ে পড়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে পররাষ্ট্রমন্ত্রী তাকিয়াকি মাৎসুমোতো বুধবার জানিয়েছেন।
জাপানের নিম্ন কক্ষের পররাষ্ট্র বিষয়ক কমিটিতে মাৎসুমোতো এই সংখ্যা উল্লেখ করেন।
পররাষ্ট্রমন্ত্রণালয়ের একজন মুখপাত্র বার্তাসংস্থা এএফপিকে ইমেইলে বলেন, ‘মঙ্গলবার ২৫টির মধ্যে আটটি দূতাবাস তাদের কার্যক্রম জাপান অথবা টোকিও থেকে সরিয়ে নিয়েছে। ’
‘বাকি দূতাবাসগুলোর কর্মকর্তাদের বাড়িতে থাকতে বলা হয়েছে এবং প্রতিদিনই তারা তাদের কার্যব্যবস্থায় পরিবর্তন আনছেন। ’
অ্যাঙ্গোলা, বাহরাইন, বেনিন, বতসোয়ানা, ইকুয়েডর, বারকিনা ফ্রাঁসো, ডমিনিকান প্রজাতন্ত্র, ক্রোয়েশিয়া, ফিনল্যান্ড, জার্মানি, ঘানা, গুয়েতেমালা, কেনিয়া, কসোভো, লোসোথো, লাইবেরিয়া, লিবিয়া, মালয়, মৌরিতানিয়া, মোজাম্বিক,নামিবিয়া, নেপাল, নাইজেরিয়া, পানামা, সুইজারল্যান্ড এরই মধ্যে জাপানে অবস্থি তাদের দূতাবাস বন্ধ করে দিয়েছে বলে জাপানের পররাষ্ট্রমন্ত্রণালয়ের জন সংযোগ বিভাগ থেকে জানানো হয়।
গত ১১ মার্চ পর পর দুটি প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত দেশটির পরমাণু কেন্দ্র বিধ্বস্ত হয়ে সাড়া দেশে তেজস্ক্রিয়তা ছড়িয়ে পড়ে।
বাংলাদেশ সময়: ১৭৫৮ ঘণ্টা, মার্চ ২৩,২০১১