ঢাকা, মঙ্গলবার, ২১ শ্রাবণ ১৪৩২, ০৫ আগস্ট ২০২৫, ১০ সফর ১৪৪৭

আন্তর্জাতিক

পাকিস্তানে আত্মঘাতী বোমা হামলা: নিহত ৫

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:০৯, মার্চ ২৪, ২০১১
পাকিস্তানে আত্মঘাতী বোমা হামলা: নিহত ৫

পেশোয়ার: পাকিস্তানে বৃহস্পতিবার আত্মঘাতী গাড়ি বোমা হামলায় পাঁচজন নিহত ও ২৫ জন আহত হয়েছেন। দেশটির   উত্তরপশ্চিমাঞ্চলের একটি শহরের থানাকে লক্ষ্য করে হামলা চালানো হলে হতাহতের এ ঘটনা ঘটে বলে পুলিশ জানায়।



পাকিস্তানের খাইবার পাকতুনকাওয়া প্রদেশের দাওবা শহরে সংঘটিত এ হামলায় এক পুলিশ কর্মকর্তাসহ চার বেসামরিক নাগরিক নিহত হন। একইসঙ্গে এ হামলায় থানার একটি অংশ ধ্বংস হওয়াসহ আরও অন্তত ১০টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়।   স্থানীয় পুলিশের জ্যেষ্ঠ কর্মকর্তা আব্দুল রাশিদ এসব তথ্য জানান।

বার্তাসংস্থা এএফপিকে রাশিদ বলেন, ‘বোমা হামলাকারী বিস্ফোরক ভর্তি গাড়িসহ থানার কাছে এসে বোমার বিস্ফোরণ ঘটায়। এতে হামলাকারীসহ পাঁচজন নিহত ও আরও ২৫ জন আহত হন। ’

হামলাকারী গাড়ি নিয়ে সরাসরি ভবনটির ভেতরে ঢুকে যাওয়ার চেষ্টা করলেও এর বাইরে থাকা ব্যারিকেডের কারণে ব্যর্থ হয়।

তবে এখনও পর্যন্ত কেউ হামলার দায়ভার স্বীকার করেননি বলে রাশিদ জানান।

পুলিশের অপর জ্যেষ্ঠ কর্মকর্তা মোহাম্মদ মাসুদ খান আফ্রিদিও হামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

তালেবান ও আল-কায়েদার মতো সন্ত্রাসী সংগঠনের জঙ্গিরা প্রায় প্রতিদিনই পাকিস্তানের উত্তরপশ্চিমসহ আফগান সীমান্তের আদিবাসী অধ্যুষিত এলাকায় হামলা চালিয়ে আসছে। এ কারণে এটি পৃথিবীর সবচেয়ে বিপদজনক এলাকা বলে ওয়াশিংটন দাবি করে থাকে।

বাংলাদেশ সময়: ১২২০ ঘণ্টা, মার্চ ২৪, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।